নির্বাচিত ব্লগ

বর্গী মানে কি? কাদের কে বর্গী বলে ডাকা হতো?

বাংলায় বর্গী আক্রমণের সেই কবিতার পুরোটা কতজন জানেন? ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো বর্গী এল দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে।। ধান ফুর...

বিজ্ঞানীদের মতে হোমিও প্যাথি ঔষুধ কোনো কাজ করে না

হোমিওপ্যাথি চিকিৎসা অকার্যকর বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার একটি শীর্ষ স্থানীয় গবেষণা।    
১৮০০টিরও বেশি গবেষণাপত্র পর্যালোচনা করে তারা এই তথ্য জানিয়েছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে স্মিথসোনিয়ান ডট কম।
অস্ট্রেলিয়ার ন্যাশনাল হেলথ এন্ড মেডিকেল রিসার্চ কাউন্সিল বলেছে, গবেষণাপত্র গুলো থেকে এমন কোন প্রমাণ পাওয়া যায়নি যা থেকে বলা যায় হোমিওপ্যাথির মাধ্যমে শারীরিক অসুস্থতার প্রতিকার করা সম্ভব।    
নতুন গবেষণাটি বলছে, আধুনিক চিকিৎসার পরিবর্তে যারা ২০০ বছর পুরোনো এই বিকল্প চিকিৎসা পদ্ধতি- হোমিওপ্যাথি- গ্রহণ করছেন তারা মারাত্নক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন।

প্রতিবেদনে আরো বলা হয়, প্রায় চার মিলিয়ন আমেরিকান হোমিওপ্যাথি ঔষধ ব্যবহার করে। 
ন্যাশনাল হেলথ এন্ড মেডিকেল রিসার্চ কাউন্সিলের প্রধাণ আশাবাদ ব্যক্ত করে জানান, এই গবেষণা অস্ট্রেলিয়ার চিকিৎসা ব্যবস্থায় পরিবর্তন আনবে। 

তিনি আরো বলেন, কেউ কেউ হয়তো এই গবেষণাটিকে হোমিওপ্যাথির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করতে চাইবে।



-------------------------------------

Share:

সর্বশেষ ব্লগ

মেডিকেল কলেজ

ডাউনলোড

সকল