বাইক রেইসে নিহতদের
নাম- ঠিকানা পাওয়া গেছে।
এদের বাড়ী
চট্রগ্রামের অন্তর্গত লোহাগাড়া থানার আমিরাবাদ ইউনিয়নের সুখচড়ি গ্রামের হাঁচির পাড়ায়।
আব্দুল মালেকের পুত্র মুহাম্মদ তানজিব (১৬) হাঁচি মিয়ার পুত্র মুহাম্মদ শাকিল (১৬),, মুহাম্মদ আলী সওদাগরের পুত্র মুহাম্মদ শোয়াইব (১৬) আমিরাবাদ রাজঘাটার আমির খান চৌধুরি পাড়ার নুরুল ইসলামের পুত্র আকতার হোসেন(১৮)।