বিউটি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে খুলনা মেডিকেল কলেজে কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আসাদ। তিনি বলেন, দুপুরে সুফিয়া কামাল ছাত্রী হলে বিউটির রুমের দরজা বন্ধ দেখে সহপাঠীরা ডাকাডাকি করেন। এরপরও দরজা না খোলায় তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ দুপুর ১টা ২০ মিনিটে দরজা ভেঙে রুমে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে বিউটির ঝুলন্ত লাশ দেখতে পায়।

কী কারণে ওই ছাত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সে ব্যাপারে কিছু জানাতে পারেনি পুলিশ।