আগামী ৬ নভেম্বর রেসিডেন্সি এ্যাডমিশন টেস্ট অনুষ্ঠিত হবে।
ফরম পূরনের সময়সীমা: ৫অক্টোবর হতে ২৩ অক্টোবর রাত ১১:৫০ মিনিট। অর্থ্যাৎ ২২ তারিখের মধ্যে টাকা জমাদান নিশ্চিত করতে হবে।পরীক্ষার ফি: সর্বমোট ৪০০০/= (চার হাজার টাকা)। ওয়েবসাইটে ফরম পূরণ করতে হবে:www.bsmmu.edu.bd পরীক্ষার ভেন্যু বুয়েট ক্যাম্পাস।
পূরণের আগে আপনার ৩টি ডকুমেন্ট ছোট সাইজে স্ক্যান করে রেডি করে নিবেন (১) টাকা জমা দেবার রশিদ (২) লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটো (৩) সিগনেচার। পিডিএফ ফর্মে ডাউনেৈডৈ করে প্রিন্ট করে নিন, সাদা কালো, রঙ্গিন সবই চলবে। সফট কপিটিও পেন ড্রাইভে সংরক্ষন করুন।
পূরণের আগে আপনার ৩টি ডকুমেন্ট ছোট সাইজে স্ক্যান করে রেডি করে নিবেন (১) টাকা জমা দেবার রশিদ (২) লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটো (৩) সিগনেচার। পিডিএফ ফর্মে ডাউনেৈডৈ করে প্রিন্ট করে নিন, সাদা কালো, রঙ্গিন সবই চলবে। সফট কপিটিও পেন ড্রাইভে সংরক্ষন করুন।
--- কৃতজ্ঞতা - মনিরুজ্জামান মনির