নির্বাচিত ব্লগ

বর্গী মানে কি? কাদের কে বর্গী বলে ডাকা হতো?

বাংলায় বর্গী আক্রমণের সেই কবিতার পুরোটা কতজন জানেন? ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো বর্গী এল দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে।। ধান ফুর...

দাবি একটাই MBBS কোর্সে ক্যারি অন ফেরত চাই

দাবি একটাই ক্যারি অন ফেরত চাই ,
প্রকৃতির বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে
দেশজুড়ে মেডিকেল শিক্ষার্থীরা যে সফল মানব বন্ধন করেছেন,
তা মেডিকেল লাইফে চিরস্মরণীয় হয়ে থাকবে ।











হে অনুজ !
তোমাদের ঐতিহাসিক নায্য আন্দোলন ,
বৃথা যেতে পারে না ।

তোমরাই পারবে
মেডিকেল লাইফকে হতাশার গ্লানি থেকে মুক্তি দিতে ।
আগামীর চিকিতসক সমাজকে ঐক্যবদ্ধ করতে ।

তোমরাই আগামীর ভরসা ,
তোমাদের হাতেই বন্ধ হবে ,
মেডিকেল নিয়ে রমরমা ব্যবসা !!

----ডাঃ স্বাধীন
Share:

আর্কাইভ

সর্বশেষ ব্লগ

মেডিকেল কলেজ

ডাউনলোড

সকল