অবশেষে ছাত্র-ছাত্রীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে ক্যারি অন রাখার পক্ষে মত দিয়েছেন সরকার। আজ এক ঘোষণায় স্বাস্থ্য মন্ত্রী মোঃ নাসিম এ কথা জানিয়েছেন।
এ ব্যাপারে মিটিং এ উপস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ শারফুদ্দিন আহমেদ হেলথ নিউজ বিডিকে জানান, মন্ত্রী রসিকতা করে তাঁকে এও বলেছেন,’ শারফুদ্দিন তোমার দাবি মানা হয়েছে’। তিনি আরো বলেন এ ঘোষনার ফলে যেসব ছাত্র-ছাত্রী মে সেশনে ফেইল করেছেন তারা নভেম্বরে সাপ্লিমেন্টারী পরীক্ষায় উত্তীর্ণ হলে নিজ ব্যাচের সাথে পরবর্তী মে মাসে দ্বিতীয় পেশাগত পরীক্ষায় অবতীর্ণ হতে পারবেন। তবে ইতোমধ্যে গুজব ছড়িয়ে পড়েছে যে, পরবর্তী ব্যাচ আর ক্যারি অন দিতে পারবে না। তবে এ ব্যাপারে জানা গেছে এমন কোন সিদ্ধান্ত সরকার নেয়নি। ক্যারি অন পরবর্তীতে থাকবে কি থাকবে না সে ব্যাপারে বিএমডিসি সিদ্ধান্ত নিবে