নির্বাচিত ব্লগ

বর্গী মানে কি? কাদের কে বর্গী বলে ডাকা হতো?

বাংলায় বর্গী আক্রমণের সেই কবিতার পুরোটা কতজন জানেন? ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো বর্গী এল দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে।। ধান ফুর...

সাদা বিপ্লব চলছে , চলবে ......

মেডিকেলের ইতিহাসে এমন সফল আন্দোলন পূর্বে কখনো দেখি নাই ।

মেডিকেলের শিক্ষার্থীরা রোদ বৃষ্টি ঝড় সব বৈরীতা,

উপেক্ষা করে সাদা বিপ্লবের মাধ্যমে

এম বি বি এস কোর্সে ক্যারি অন সিস্টেম ফেরত এনেছে ।


মেডিকেল ব্যবসায়ীদের ১২টা বাজিয়েছে  ।


এ নায্য দাবি আদায় করতে কেবল শহীদ মিনার নয় ,


শেষ পর্যন্ত  বিএমডিসি অফিস অবরুদ্ধ করতে হয়েছে । 

ক্যারি অন আন্দোলনের পিছনে সিনিয়র - জুনিয়র - শিক্ষক 

সকলের যৌক্তিক সমর্থন ছিলো ।

কেবল মাত্র যারা মেডিকেল শিক্ষার্থীদের জীবন নিয়ে চিনিমিনি খেলে 

কোটি কোটি টাকার ব্যবসা করতে   চায়, তাদের সমর্থন ছিলো না ।

মেডিকেল সমাজের সকলের অংশগ্রহনে 

#অদূর ভবিষ্যতে যা যা সফলতা কামনা করি,

1# HMO নামক অনাহারী প্রথা নির্মূলকরণ।

2# ইন্টার্ন ডাক্তারদের বেতন ভাতা বৃদ্ধিকরণ। 

3# চিকিতসকদের নিরাপত্তা নিশ্চিতকরণ।

4# হলুদ সাংবাদিকতাকে  নিষিদ্ধকরণ।

সাদা বিপ্লব চলছে , চলবে ......

চিকিতসক সমাজের সমস্ত দাবি-দাওয়া আদায় হবেই হবে ।। 


Share:

আর্কাইভ

সর্বশেষ ব্লগ

মেডিকেল কলেজ

ডাউনলোড

সকল