মেডিকেলের ইতিহাসে এমন সফল আন্দোলন পূর্বে কখনো দেখি নাই ।
মেডিকেলের শিক্ষার্থীরা রোদ বৃষ্টি ঝড় সব বৈরীতা,
উপেক্ষা করে সাদা বিপ্লবের মাধ্যমে
এম বি বি এস কোর্সে ক্যারি অন সিস্টেম ফেরত এনেছে ।
মেডিকেল ব্যবসায়ীদের ১২টা বাজিয়েছে ।
এ নায্য দাবি আদায় করতে কেবল শহীদ মিনার নয় ,
শেষ পর্যন্ত বিএমডিসি অফিস অবরুদ্ধ করতে হয়েছে ।
ক্যারি অন আন্দোলনের পিছনে সিনিয়র - জুনিয়র - শিক্ষক
সকলের যৌক্তিক সমর্থন ছিলো ।
কেবল মাত্র যারা মেডিকেল শিক্ষার্থীদের জীবন নিয়ে চিনিমিনি খেলে
কোটি কোটি টাকার ব্যবসা করতে চায়, তাদের সমর্থন ছিলো না ।
মেডিকেল সমাজের সকলের অংশগ্রহনে
#অদূর ভবিষ্যতে যা যা সফলতা কামনা করি,
1# HMO নামক অনাহারী প্রথা নির্মূলকরণ।
2# ইন্টার্ন ডাক্তারদের বেতন ভাতা বৃদ্ধিকরণ।
3# চিকিতসকদের নিরাপত্তা নিশ্চিতকরণ।
4# হলুদ সাংবাদিকতাকে নিষিদ্ধকরণ।
সাদা বিপ্লব চলছে , চলবে ......
চিকিতসক সমাজের সমস্ত দাবি-দাওয়া আদায় হবেই হবে ।।
----- ডাঃ স্বাধীন