নির্বাচিত ব্লগ

বর্গী মানে কি? কাদের কে বর্গী বলে ডাকা হতো?

বাংলায় বর্গী আক্রমণের সেই কবিতার পুরোটা কতজন জানেন? ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো বর্গী এল দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে।। ধান ফুর...

ঐতিহাসিক ২৩ শে জুন , মীরজাফরের হাতে বাংলা হলো খুন ।

ঐতিহাসিক ২৩ শে জুন , মীরজাফরের হাতে বাংলা হলো খুন ।
... আজ পলাশী দিবস,
 ইতিহাসের  এই দিনে মীর জাফর নামক
 বিশ্বাস ঘাতকের  হাতে বাংলার স্বাধীনতা
 ২০০ বছরের জন্য বৃটিশের কাছে বিলীন হয়ে গিয়েছিলো।

বাংলার নবাব সিরাজ -উদ -দৌলার ,
অধীনস্ত ও বিশ্বস্ত সেনাপতি মীর জাফরের ,
বিশ্বাস ঘাতকতার কথা তো সবারই জানা ।


নবাব বংশের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিলো তার ।

এই বিশ্বাসঘাতক ক্ষমতার লোভে তার
 নবাবকে হত্যা করতে একটুও পিছপা হন নি ।
শেষপর্যন্ত বৃটিশদের গোলাম বানিয়ে ছাড়লো নিজের দেশকে ।
বৃটিশদের শোষণ - নির্যাতনে জর্জরিত করেছিলো পুরো ভারতবর্ষকে ।

প্রায় ২০০ বছর বৃটিশের গোলামির পিছনে ,
নবাবের আরেক ঘনিষ্ট আত্নার আত্নীয়ের কালোথাবা ছিলো,

মনে আছে কি !!
 বাংলার সেই ঘঁষেটি বেগমের কথা ।
ঐ ডাইনী বাংলার শেষ স্বাধীন
 নবাব সিরাজ -উদ- দৌলার আপন খালা ছিলো ।

আমরা বলি ,
মায়ের বোন খালা , মায়ের চেয়ে ভালা ।
যদি না হয় , ঘঁষেটি বেগম ওয়ালা ।

একটা সময় ছিল যখন ,
২৩ জুন আসলে পলাশীর রক্তাক্ত প্রান্তরের ঘটনা
 অবলম্বনে প্রচারিত ছায়াছবি দেখার জন্য
 বিটিভির দিকে  উন্মুখ হয়ে থাকতাম ।
সেই শৈশবের  তেজোদীপ্ত স্মৃতিগুলি বড়ড় মিস করছি ।

----- ( সংক্ষিপ্ত - )



লেখা-  ডাঃ স্বাধীন 

---   http://www.facebook.com/DoctorShadhin

Share:

সর্বশেষ ব্লগ

মেডিকেল কলেজ

ডাউনলোড

সকল