বছরের পর বছর জুড়ে মরণব্যাধী ক্যান্সারের আক্রান্ত মানুষগুলি এই রোগটির
সাথে লড়াই করতে করতে সর্বশেষে মৃত্যুর কাছে আত্বসর্মপন করে চলেছে।
ক্যান্সারে আক্রান্তদের জন্য বড় সুখবর এসেছে এবার যুক্তরাষ্ট্র থেকে।
সেখানকার একদল গবেষক ত্বকের ক্যান্সারের যে টিকা তৈরি করেছেন, তিনজন রোগীর
ওপর পরীক্ষা চালিয়ে সফলও হয়েছেন।
জার্নাল অব সায়েন্সে প্রকাশিত এই গবেষণা ফলটিতে গবেষকরা দাবি করছেন, মানুষের শরীরের যে রোগ প্রতিরোধী ব্যবস্থা আছে, সেটিকে ক্যান্সার ঠেকাতে সজাগ করে দেয়া সম্ভব। এই ভ্যাকসিন বা টিকা সেই কাজটাই করেছে।
ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের গবেষকরা তাদের উদ্ভাবিত টিকাটি যাদের দেহে প্রয়োগ করেন, তাদের প্রত্যেকের ক্যান্সার টিউমারের ডিএনএ নকশার সঙ্গে সুস্থ কোষের জিন নকশার তুলনা করা হয়েছে। ক্যান্সার টিউমারে যে জেনেটিক ত্রুটি থাকে, সেটি প্রতিটি রোগীর ক্ষেত্রেই একেবারে ইউনিক বা স্বতন্ত্র। তার ওপর ভিত্তি করে তারা এই পার্সোনালাইজড ভ্যাকসিন বা টিকা তৈরি করেন। যে তিনজনের ওপর এই টিকা প্রয়োগ করা হয়, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই এটি ইতিবাচক ফল দিয়েছে
জার্নাল অব সায়েন্সে প্রকাশিত এই গবেষণা ফলটিতে গবেষকরা দাবি করছেন, মানুষের শরীরের যে রোগ প্রতিরোধী ব্যবস্থা আছে, সেটিকে ক্যান্সার ঠেকাতে সজাগ করে দেয়া সম্ভব। এই ভ্যাকসিন বা টিকা সেই কাজটাই করেছে।
ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের গবেষকরা তাদের উদ্ভাবিত টিকাটি যাদের দেহে প্রয়োগ করেন, তাদের প্রত্যেকের ক্যান্সার টিউমারের ডিএনএ নকশার সঙ্গে সুস্থ কোষের জিন নকশার তুলনা করা হয়েছে। ক্যান্সার টিউমারে যে জেনেটিক ত্রুটি থাকে, সেটি প্রতিটি রোগীর ক্ষেত্রেই একেবারে ইউনিক বা স্বতন্ত্র। তার ওপর ভিত্তি করে তারা এই পার্সোনালাইজড ভ্যাকসিন বা টিকা তৈরি করেন। যে তিনজনের ওপর এই টিকা প্রয়োগ করা হয়, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই এটি ইতিবাচক ফল দিয়েছে