অমুক - তমুকের কত নিউজ মিডিয়ায় আসে ,
আমাদের প্রিয় ড. শাহাজাহান তপন স্যারের মৃত্যুর শোক-সংবাদটি,
কোনো মিডিয়ায় আসলো না ।
বিজ্ঞানের হাতেখড়ি শিখলাম যার বই পড়ে ,
সেই ড. তপন স্যার বি এস এম এম ইউতে মারা গিয়েছেন গত বুধবারে ।
তিনি ১ ছেলে, ১ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।
সে রাতে স্যারের মৃত্যুর সংবাদটি জানার জন্য
, অনেক অনলাইন পত্র- পত্রিকায় ঢুকে দেখলাম কোথাও খুঁজে পেলাম না ।
মৃত্যু সংবাদটি প্রথম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র আশরাফুল আলমের থেকে জানতে পেরেছিলাম ।
সাথে সাথে ফেসবুকে পোস্ট করেছিলাম !
মিডিয়ায় আজে-বাজে সবই পাওয়া যায় !
পাওয়া যায় না দেশের গুনীজনের কদর ।
আমাদের মিডিয়াগুলো এমন কেন ?
উল্লেখ্য, অধ্যাপক ড. মো. শাহজাহান তপন ১৯৭৪ সালের ২২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০০৭ সালে অবসর গ্রহণ করেন। ড. শাহজাহান তপনের সহধর্মীনিমিসেস সেলিনা বানু ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ইউনির্ভাসিটি ল্যাবরেটরী স্কুল ও কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
উনার লেখা কিছু বই
পদার্থবিজ্ঞান-১ম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি)
পদার্থবিজ্ঞান-২য় পত্র(একাদশ-দ্বাদশ শ্রেণি)
Physics-First Paper (Class XI-XII)
পদার্থবিজ্ঞান গাণিতিক সমস্যা ও সমাধান-১ম ও ২য় পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি)
Physics-Second Paper (Class XI-XII)
টেলিভিশন ভিসিআর ভিসিপি
বাঘংরিলা
-- ডাঃ স্বাধীন
আমাদের প্রিয় ড. শাহাজাহান তপন স্যারের মৃত্যুর শোক-সংবাদটি,
কোনো মিডিয়ায় আসলো না ।
বিজ্ঞানের হাতেখড়ি শিখলাম যার বই পড়ে ,
সেই ড. তপন স্যার বি এস এম এম ইউতে মারা গিয়েছেন গত বুধবারে ।
তিনি ১ ছেলে, ১ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।
সে রাতে স্যারের মৃত্যুর সংবাদটি জানার জন্য
, অনেক অনলাইন পত্র- পত্রিকায় ঢুকে দেখলাম কোথাও খুঁজে পেলাম না ।
মৃত্যু সংবাদটি প্রথম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র আশরাফুল আলমের থেকে জানতে পেরেছিলাম ।
সাথে সাথে ফেসবুকে পোস্ট করেছিলাম !
মিডিয়ায় আজে-বাজে সবই পাওয়া যায় !
পাওয়া যায় না দেশের গুনীজনের কদর ।
আমাদের মিডিয়াগুলো এমন কেন ?
উল্লেখ্য, অধ্যাপক ড. মো. শাহজাহান তপন ১৯৭৪ সালের ২২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০০৭ সালে অবসর গ্রহণ করেন। ড. শাহজাহান তপনের সহধর্মীনিমিসেস সেলিনা বানু ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ইউনির্ভাসিটি ল্যাবরেটরী স্কুল ও কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
উনার লেখা কিছু বই
পদার্থবিজ্ঞান-১ম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি)
পদার্থবিজ্ঞান-২য় পত্র(একাদশ-দ্বাদশ শ্রেণি)
Physics-First Paper (Class XI-XII)
পদার্থবিজ্ঞান গাণিতিক সমস্যা ও সমাধান-১ম ও ২য় পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি)
Physics-Second Paper (Class XI-XII)
টেলিভিশন ভিসিআর ভিসিপি
বাঘংরিলা
-- ডাঃ স্বাধীন