" স্বাধীনচিত্তে , মনপ্রাণ খুলিয়া বলি ,
যারা ডাক্তারদের বিরুদ্ধে উড়ায়তাছে ধূলি,
অপারসম্মুখে, হারিয়ে যাবে তাহাদের বুলি । "
মিডিয়ার ভন্ডামি ও ডাক্তারদের সমাজ বাস্তবতা ---
যে পেশায় মানুষ, তন্দ্রাহীন চোখে, নিদ্রাহীন সপ্ন দেখে ,
কেবলি মানুষের সেবা ও সম্মানের অপেক্ষায়,
কিন্তু ...কোথায়....... সে সম্মান ?
প্রতিনিয়ত মানব সেবায় ন্যস্ত জীবনটাকে নিয়ে খেলছে ,
লাঞ্ছনা বঞ্ছনা করা হচ্ছে, একটু প্রতিবাদী হলেই কেড়ে নিচ্ছে জীবন ।
এই তো বেশ কিছুদিন হয়ে গেলো ,
ডা: শেজাদীকে খুন করে , তার স্বামী বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আজো ।
এর কিছুদিন আগে উত্তরায় এক ডাক্তার ( সাজিয়া আফরিন),
বোনের সাথে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনা...
আরো কত ... ঘটছে কি জানি ...!
আমরা ভুলি নাই, ভুলে গেছে তোষামোদী মিডিয়া !
সবই বৃথা,
আমাদের মিডিয়া কাদের জন্য ?
এরা কেবলি ডাক্তারদের বিরুদ্ধে অপপ্রচারে ব্যস্ত থাকে,
এত গুলো ডাক্তার কে হত্যা করা হলো ,
সেসব নিয়ে বিন্দু মাত্র কথা বললো না,
অথচ, চট্টগ্রামে ডা: সুরমান আলীকে জেলে ভরিয়ে খুশিতে আত্নহারা মিডিয়া,
ধিক্কার জানায়, ছি ছি জানায়,
সেইসব মিডিয়াকে যারা সমাজের বাস্তব প্রতিবিম্ব তুলে না ধরে,
সমাজ ব্যবস্থা কে লুঠিয়ে দিতে চায় ।
সারা বিশ্বে ডাক্তারদেরকে সমাজের,
সবচেয়ে মূল্যবান নাগরিক হিসেবে ১ম শ্রেনীর মর্যাদা দেয়া হয়,
" বিশ্বচিত্রের উল্টা চিত্র বাংলাদেশে, "
মিডিয়া বাংলাদেশের ডাক্তার সমাজকে কসাই সমাজ হিসেবে উপস্থানে সদা ব্যস্ত ।
তাই সেইসব মিডিয়াকে বলে দিতে চাই ...
" স্বাধীনচিত্তে , মনপ্রাণ খুলিয়া বলি ,
যারা ডাক্তারদের বিরুদ্ধে উড়ায়তাছে ধূলি,
অপারসম্মুখে, হারিয়ে যাবে তাহাদের বুলি । "
--- ডাঃ স্বাধীন
যারা ডাক্তারদের বিরুদ্ধে উড়ায়তাছে ধূলি,
অপারসম্মুখে, হারিয়ে যাবে তাহাদের বুলি । "
মিডিয়ার ভন্ডামি ও ডাক্তারদের সমাজ বাস্তবতা ---
যে পেশায় মানুষ, তন্দ্রাহীন চোখে, নিদ্রাহীন সপ্ন দেখে ,
কেবলি মানুষের সেবা ও সম্মানের অপেক্ষায়,
কিন্তু ...কোথায়....... সে সম্মান ?
প্রতিনিয়ত মানব সেবায় ন্যস্ত জীবনটাকে নিয়ে খেলছে ,
লাঞ্ছনা বঞ্ছনা করা হচ্ছে, একটু প্রতিবাদী হলেই কেড়ে নিচ্ছে জীবন ।
এই তো বেশ কিছুদিন হয়ে গেলো ,
ডা: শেজাদীকে খুন করে , তার স্বামী বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আজো ।
এর কিছুদিন আগে উত্তরায় এক ডাক্তার ( সাজিয়া আফরিন),
বোনের সাথে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনা...
আরো কত ... ঘটছে কি জানি ...!
আমরা ভুলি নাই, ভুলে গেছে তোষামোদী মিডিয়া !
সবই বৃথা,
আমাদের মিডিয়া কাদের জন্য ?
এরা কেবলি ডাক্তারদের বিরুদ্ধে অপপ্রচারে ব্যস্ত থাকে,
এত গুলো ডাক্তার কে হত্যা করা হলো ,
সেসব নিয়ে বিন্দু মাত্র কথা বললো না,
অথচ, চট্টগ্রামে ডা: সুরমান আলীকে জেলে ভরিয়ে খুশিতে আত্নহারা মিডিয়া,
ধিক্কার জানায়, ছি ছি জানায়,
সেইসব মিডিয়াকে যারা সমাজের বাস্তব প্রতিবিম্ব তুলে না ধরে,
সমাজ ব্যবস্থা কে লুঠিয়ে দিতে চায় ।
সারা বিশ্বে ডাক্তারদেরকে সমাজের,
সবচেয়ে মূল্যবান নাগরিক হিসেবে ১ম শ্রেনীর মর্যাদা দেয়া হয়,
" বিশ্বচিত্রের উল্টা চিত্র বাংলাদেশে, "
মিডিয়া বাংলাদেশের ডাক্তার সমাজকে কসাই সমাজ হিসেবে উপস্থানে সদা ব্যস্ত ।
তাই সেইসব মিডিয়াকে বলে দিতে চাই ...
" স্বাধীনচিত্তে , মনপ্রাণ খুলিয়া বলি ,
যারা ডাক্তারদের বিরুদ্ধে উড়ায়তাছে ধূলি,
অপারসম্মুখে, হারিয়ে যাবে তাহাদের বুলি । "
--- ডাঃ স্বাধীন