নির্বাচিত ব্লগ

বর্গী মানে কি? কাদের কে বর্গী বলে ডাকা হতো?

বাংলায় বর্গী আক্রমণের সেই কবিতার পুরোটা কতজন জানেন? ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো বর্গী এল দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে।। ধান ফুর...

" মোরা এক জাতি এক ভাই "

" মোরা এক জাতি এক ভাই "



 সংঘাত নাহি জানি,
কেনো করো হানাহানি ?
গদি নিয়ে টানাটানি,
বন্ধ হবে কবে জানি?

করছে না কেউ মানামানি,
ধংস হচ্ছে মেধার খনি।
কেউ হারাচ্ছে নয়নমনি,
কেউ ফেলছে চোখের পানি।
সংঘাত নাহি জানি,
বন্ধ করো হানাহানি।
মোরা এক জাতি এক ভাই,
মিলে মিশে থাকতে চাই ।


ডাঃ স্বাধীন         ফেসবুকে আমি 
Share:

সর্বশেষ ব্লগ

মেডিকেল কলেজ

ডাউনলোড

সকল