অমর একুশে.....
.
লেখা_ডাঃ স্বাধীন
একুশ আমার মায়ের বুলি
ভাই দিয়েছে জীবন বলি।
কিভাবে... আমি ভুলি ?
একুশ আমার রক্ততুলি,
ভাইয়ের বুকে পাকহানাদারের গুলি।
কিভাবে... আমি ভুলি ?
একুশ আমার স্মৃতিধূলি,
শহীদ ভাইয়ের মাথার খুলি।
কিভাবে ... আমি ভুলি ?
একুশ আমার ভাষার ঝুলি,
বিশ্ববাসীর প্রিয় বুলি।
কিভাবে...আমি ভুলি ?