মেডিকেলের কিছু বন্ধুর সাথে কথা হলেই বলে উঠে ,
... এই পেইন , সেই পেইন ...
আমি বলি - এতে টেনশনের কি আছে ?
পেইন কিলার খেয়ে নিলেই তো হয় !!!
-- পরে শুনলাম ,
এই পেইন সেই পেইন নয় !!
সকালের আরামের ঘুম হারাম করে ক্লাস করার পেইন :/ ।
আইটেমের পেইন ,
কার্ডের পেইন :/ ,
টার্মের পেইন :/ ,
প্রফের পেইন :D
ওয়ার্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করার পেইন ।
----- মেডিকেলে আসার আগে শুনতাম ,
জয়েন্ট পেইন ,
ব্যাক পেইন
নেক পেইন
হাবিজাবি কত পেইন ।
এত্তগুলা পেইন --
দুই পেইনের মধ্যে উপরের ,
পেইন টার পেইনকিলার এখনো আবিষ্কার হয় নাই ।
আর যেই দিন আবিস্কার হবে সেই দিন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে !!!
--- লেখা - ডাঃ স্বাধীন