সেবাও করবো আমি , মারও খাবো আমি ।
এমন মগের মুল্লুক আর চলতে পারে না ।
... সাংবাদিকদের ডিকশনারীতে কি ?
সুচিকিতসা নামে কোনো শব্দ নেই ।
আজ পর্যন্ত ডাক্তারের সুচিকিতসার জন্য,
বেচে গেলেন অমুক -তমুক ।।
এমন শিরোনাম তো কখনো দেখি না ।
শুধু দেখি ভুল চিকিতসায় রোগীর মৃত্যুর শিরোনাম ।
ছোট -বড় , মূর্খ -জ্ঞানী সবাই জানি ,
জন্ম - মৃত্যুর মালিক এক আল্লাহ ।
মৃত্যুর জন্য অমুক দায়ী , তমুক দায়ী ।
অন্ধের মত এসব বলা বন্ধ করুন ।
ডাক্তার তাঁর সর্বোচ্চ মেধা - প্রজ্ঞা ও
দায়িত্বশীলতা দিয়ে রোগীর সেবা করে ।
যার দরুন , গত বছর সরকারি হাসপাতালে
সেবা নিয়েছেন ১৩ কোটি ৪৫ লাখ মানুষ ।
সেবার মনমানসিকতা আছে বলেই ,
কোটি কোটি মানুষ অতি সহজে ডাক্তারদের সাহায্য পাচ্ছেন ।
না জেনে না বুঝে ডাক্তারদের বিরুদ্ধে লিখবেন না ।
সাংবাদিক ভাই,
আপনি যদি অসুস্থ হন,
আপনি কি পত্রিকার কাছে সাহায্য চান ,
নাকি ডাক্তারের কাছে সাহায্য চান ।
অবশ্যই , ডাক্তারের কাছে ।
অপ্রিয় সত্য ,
ডাক্তারদের প্রতি শত এলার্জি থাকলেও,
আপনারা এলার্জির ট্রিটমেন্টের জন্য ডাক্তারের কাছেই দৌড়ান ।
ডাক্তারদের প্রতি লুকায়িত আস্থা আপনাদেরও আছে ।
স্যালুট দিন বাংলাদেশের ডাক্তারদের ,
যারা সারাটা জীবন অক্লান্ত পরিশ্রম করে,
রোগীর মুখে হাসি ফুটানোর জন্য ।
আর সেই মহৎ পেশার লোককে,
কিভাবে নেশার লোক দিয়ে খতম করার চেষ্টা করা হয় !
এত লাঞ্ছনার পরেও শিরোনাম ভুল চিকিতসা ।
ডাক্তারদের জন্য যতদিন পর্যন্ত ,
নিরাপত্তা আইন কার্যকর না হয় ,
ততদিন পর্যন্ত সেবা কার্যক্রম বন্ধ রাখা উচিত ।।
সেবা করবোও আমি , মারও খাবো আমি ।
এমন মগের মুল্লুক আর চলতে পারে না ।
ডাঃ স্বাধীন ফেসবুকে আমি
এমন মগের মুল্লুক আর চলতে পারে না ।
... সাংবাদিকদের ডিকশনারীতে কি ?
সুচিকিতসা নামে কোনো শব্দ নেই ।
আজ পর্যন্ত ডাক্তারের সুচিকিতসার জন্য,
বেচে গেলেন অমুক -তমুক ।।
এমন শিরোনাম তো কখনো দেখি না ।
শুধু দেখি ভুল চিকিতসায় রোগীর মৃত্যুর শিরোনাম ।
ছোট -বড় , মূর্খ -জ্ঞানী সবাই জানি ,
জন্ম - মৃত্যুর মালিক এক আল্লাহ ।
মৃত্যুর জন্য অমুক দায়ী , তমুক দায়ী ।
অন্ধের মত এসব বলা বন্ধ করুন ।
ডাক্তার তাঁর সর্বোচ্চ মেধা - প্রজ্ঞা ও
দায়িত্বশীলতা দিয়ে রোগীর সেবা করে ।
যার দরুন , গত বছর সরকারি হাসপাতালে
সেবা নিয়েছেন ১৩ কোটি ৪৫ লাখ মানুষ ।
সেবার মনমানসিকতা আছে বলেই ,
কোটি কোটি মানুষ অতি সহজে ডাক্তারদের সাহায্য পাচ্ছেন ।
না জেনে না বুঝে ডাক্তারদের বিরুদ্ধে লিখবেন না ।
সাংবাদিক ভাই,
আপনি যদি অসুস্থ হন,
আপনি কি পত্রিকার কাছে সাহায্য চান ,
নাকি ডাক্তারের কাছে সাহায্য চান ।
অবশ্যই , ডাক্তারের কাছে ।
অপ্রিয় সত্য ,
ডাক্তারদের প্রতি শত এলার্জি থাকলেও,
আপনারা এলার্জির ট্রিটমেন্টের জন্য ডাক্তারের কাছেই দৌড়ান ।
ডাক্তারদের প্রতি লুকায়িত আস্থা আপনাদেরও আছে ।
স্যালুট দিন বাংলাদেশের ডাক্তারদের ,
যারা সারাটা জীবন অক্লান্ত পরিশ্রম করে,
রোগীর মুখে হাসি ফুটানোর জন্য ।
আর সেই মহৎ পেশার লোককে,
কিভাবে নেশার লোক দিয়ে খতম করার চেষ্টা করা হয় !
এত লাঞ্ছনার পরেও শিরোনাম ভুল চিকিতসা ।
ডাক্তারদের জন্য যতদিন পর্যন্ত ,
নিরাপত্তা আইন কার্যকর না হয় ,
ততদিন পর্যন্ত সেবা কার্যক্রম বন্ধ রাখা উচিত ।।
সেবা করবোও আমি , মারও খাবো আমি ।
এমন মগের মুল্লুক আর চলতে পারে না ।
ডাঃ স্বাধীন ফেসবুকে আমি