এবার চশমা দিয়ে ধরা পড়বে ক্যানসার
চশমা চোখে দিলেই দেখা মিলবে ক্যানসার কোষের৷ কথাটা শুনে আকাশ থেকে পড়লনে তো? আষাঢ়ে গপ্পের মতো শোনালেও বিজ্ঞানীরা আবিষ্কার করছেন এমনই এক চশমা৷ গবেষকেরা জানিয়েছেন ক্যানসার কোষ খুঁজে বের করা সাধারনত খুব কঠিন কাজ৷ হাই পাওয়ারের ম্যাগনিফিকেশন দিয়েও মাঝে মাঝে এগুলিকে খুঁজে বের করা দুঃসাধ্য হয়ে ওঠে৷ কিন্তু বিজ্ঞানীরা জানালেন, ক্যানসার সার্জানরা এই চশমা চোখে দিলেই ক্যানসার কোষ আলাদা করে দেখতে পারবেন৷ এই চশমার দ্বারা ক্যানসার কোষগুলিকে নীল রঙের দেখতে লাগবে ফলে তারা সহজেই এগুলিকে চিহ্নিত করতে পারবেন৷