নির্বাচিত ব্লগ

বর্গী মানে কি? কাদের কে বর্গী বলে ডাকা হতো?

বাংলায় বর্গী আক্রমণের সেই কবিতার পুরোটা কতজন জানেন? ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো বর্গী এল দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে।। ধান ফুর...

Some Babies are Born with Teeth - নেপোলিয়ান ও জুলিয়াস সিজারের জন্ম দাঁত ।

Some Babies are Born with Teeth

নেপোলিয়ান ও জুলিয়াস সিজারের জন্ম দাঁত ।

দাঁতের মাধ্যমে মানুষ বয়স নির্ণয় করা  যায় , এটা  ঠিক ।
কিন্তু ,
 যদি  সদ্য  ভূমিষ্ট একটি বাচ্চা দাঁত নিয়ে জন্মায় ,
তার  বয়স কিভাবে  নির্ণয় করবো ??



দন্ত  বিশেষজ্ঞ কিংবা  ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞরা ভাল বলতে পারেন ।



সাধারণত  জন্মের  পর দাঁত উঠে ,

কিন্তু  প্রতি ২ হাজারে ১ জন  শিশু নেটাল  টীথ নিয়ে জন্মায় ,
এমনটি  হওয়ার রহস্য কি ?

আপনারা নিশ্চয় নেপোলিয়ান  ও  জুলিয়াস সিজার এ দুজন  ব্যক্তির নাম  শুনেছেন ।

তাঁরা তাঁদের স্বীয়-কর্মে যেমন ব্যতিক্রম ,
তেমনি  জন্মানোর সময় একটু ব্যতিক্রমভাবে, জন্মেছিলেন  ।
তাঁরা  দু জনই  প্রতি ২ হাজার মানুষের ব্যতিক্রমের ২ জন ।
তাঁদের জন্ম ঘটে ছিলো নেটাল টিথ নিয়ে ।।

এ  ২ মহান ব্যক্তির  জন্ম- দাঁত গুলো  কি  সাধারণ দাঁত ছিলো,

নাকি  আক্কেল দাঁত  ছিলো বুঝা মুশকিল ।

২ জনের  নেটাল টীথগুলো আক্কেল দাঁত ভাবার পেছনে আমার কাল্পনিক যুক্তি ঃ-


জুলিও সিজারের জন্ম যদিও খ্রীষ্ট-পূর্ব ১০০ বছর পূর্বে ,

অন্যদিকে নেপোলিয়ানের জন্ম খ্রীষ্টের ১৭৬৯ বছর পর ।

মাত্র ৩৫ বছর বয়সে ফ্রান্সের সম্রাট ও ইতালির রাজা হয়েছিলেন  নেপোলিয়ান বোনাপার্ট ।

আর জুলিও  সিজার কেবল রোমান  লেখক নন , রোমান  ডিক্টেটর ও  ছিলেন ।

নেপোলিয়ান বেঁচেছিলেন মাত্র ৫১ বছর ,

আর জুলিও বেঁচেছিলেন ৫৫ বছর ।
সেই ক্লাস  সেভেন  থেকে নেপোলিয়ান নিয়ে অনেক কিছু জেনেছি ,
মেডিকেল রিলেটেড  এই  প্রথম কিছু জানতে পারলাম ,
তাই নেপোলিয়ানের জন্ম-দাঁত  নিয়ে  কিছু লিখার চেষ্টা করলাম ।











Share:

সর্বশেষ ব্লগ

সদ্য প্রকাশিত

মেডিকেল কলেজ

মেডিকেল কলেজ , বিশ্ববিদ্যালয় , হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের যাবতীয় তথ্য

ডাউনলোড

ডাউনলোড - বুকস, এ্যাপস, সফটওয়্যার

সকল

ALLসকল