নির্বাচিত ব্লগ

বর্গী মানে কি? কাদের কে বর্গী বলে ডাকা হতো?

বাংলায় বর্গী আক্রমণের সেই কবিতার পুরোটা কতজন জানেন? ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো বর্গী এল দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে।। ধান ফুর...

Rheumatic Fever-শিশুর বাতের রোগীর চিকিৎসায় নতুন দিশা==

রিউম্যাটিক ডিস-অর্ডার বা বাত যেকোনো রোগীর জন্য কষ্টকর৷ সঠিক সময় রোগ শনাক্ত করতে না পারলে সারা জীবন ধরে এর থেকে নিষ্কৃতি নেই৷ জার্মানির একটি ক্লিনিক পূর্ব ইউরোপের অনেক শিশুর মুখে আবার হাসি ফোটানোর চেষ্টা করে চলেছে৷


শিশুদের রিউম্যাটিক ক্লিনিকের গেস্ট-হাউসে স্থান পেয়ে মারিয়া মিত্রেভা ও তার মা নতুন জীবন পেয়েছেন বলা চলে৷ তখন তাদের মনে হয়েছিল, কয়েক সপ্তাহের মধ্যেই স্বদেশ বুলগেরিয়ায় ফিরে যেতে পারবেন৷ মারিয়া-র রিউম্যাটিক ডিস-অর্ডার বা বাত রয়েছে৷ এই ‘অটো-ইমিউন' রোগ তার শরীরের ইন্দ্রিয়গুলির ক্ষতি করছে৷ বুলগেরিয়ায় ওষুধ পাওয়া যায়নি৷ তাই দেশ ছাড়াই ছিল শেষ ভরসা৷ বিদেশ থেকে অনেক পরিবারই শিশুদের রিউম্যাটিক ক্লিনিকের শরণাপন্ন হয়৷

যেমন রাশিয়ার মেয়ে আনা-র কাছে গার্মিশ পার্টেনকিয়র্শেনের ক্লিনিকই ছিল শেষ ভরসা৷ মস্কোর ডাক্তাররা তার শরীরে রিউম্যাটিক ডিস-অর্ডার খুঁজে বার করতে তিন বছর সময় নিয়েছিলেন৷ ক্লিনিকের প্রধান প্রফেসর ড. ইয়োহানেস পেটার হাস বলেন, ‘‘অনেক দিন ধরে সংক্রমণের পরিণাম হিসেবে কার্টিলেজ নষ্ট হয়ে যায়৷ তারপর হাড়ও ক্ষতিগ্রস্ত হয়৷ এই প্রক্রিয়া চলে ধীর গতিতে৷ এটা ঘটে, যখন শিশুদের শরীরে কয়েকটি অ্যাটাক হয় অথবা জয়েন্টে কোনো সংক্রমণ দেখা যায়৷ উপযুক্ত চিকিৎসার অভাবেই এমনটা ঘটে৷''

ঠিক সময় রোগ শনাক্ত না হওয়ায় আনা অনেক বছর ধরে টিউবারকুলোসিস বা যক্ষ্মারোগের ওষুধ খেয়ে গেছে৷ রিউম্যাটিক অ্যাটাকের কারণে তার হাঁটু শক্ত হয়ে গেছে৷

এরপর তার কৃত্রিম জয়েন্টের প্রয়োজন পড়বে৷ জার্মানি আসার পর সপ্তাহে দু'দিন ক্লিনিকে যেতে হয়৷ রোগীদের জীবনযাত্রার মানের উন্নতি করাই সেখানকার কর্মীদের লক্ষ্য৷ হাসপাতালে সবকিছুই একই ছাদের নীচে প্রস্তুত, চাইলেই নাগালের মধ্যে৷ আছে নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র, ডাক্তার ও ফিজিওথেরাপিস্ট৷

হাসপাতালে মারিয়াকে একেবারে নতুন ধরনের ওষুধ দেয়া হয়েছে৷ এমন ইঞ্জেকশন যা বুলগেরিয়ায় পাওয়া যায় না৷ কর্টিসোন-এর থেকে তাতে আরাম বেশি৷ দেশে সেই ইঞ্জেকশনই পেত সে৷ ফলে শরীর ফুলে গেছে৷

ফিজিওথেরাপিস্ট-রা ক্লিনিকের ডাক্তারদের সঙ্গে সমন্বয় করে কাজ করেন৷ প্রতিটি শিশুর জন্য আলাদা ট্রেনিং কর্মসূচি স্থির করা হয়৷ শরীরের নাড়াচাড়া বিশ্লেষণ করে সঠিকভাবে জানা যায়, কোন জয়েন্ট-এর এক্সারসাইজ কীভাবে করা উচিত৷ আনা-র জন্যও নির্দিষ্ট এক্সারসাইজ ঠিক করা হয়েছে৷ ক্রীড়াবিজ্ঞানী মাটিয়াস হার্টমান বলেন, ‘‘আনার ত্বকের উপর যে বল লাগিয়ে দিয়েছি, তা দিয়ে শরীরের থ্রিডি অ্যানালিসিস করতে পারি৷ প্রতিটি জয়েন্টের অ্যাঙ্গল সম্পর্কে জানতে পারি৷''

বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতিটি জয়েন্ট ঠিক কোন মাত্রায় রিউম্যাটিক ডিস-অর্ডারে আক্রান্ত হচ্ছে৷ সাতটি ক্যামেরা শরীরে সেই ছবি তোলে৷ থেরাপি কাজ করবে কি না, সেই তথ্য থেকে তা বোঝা যায়৷ আনা-ও বছরের শুরু থেকে নতুন ওষুধ খাচ্ছে৷ জার্মানি থেকে সে সেই ওষুধ কিনে নিয়ে যায়৷

বহু বছর ধরে কোর্টিসন নেবার পর মারিয়া তার পরিণাম থেকে বেরিয়ে আসতে শুরু করেছে৷ ক্লিনিকে সে সাঁতারও শিখছে৷ তার মা এখনো দেশ-বদলের ধকল সামলাচ্ছেন৷ তবে মেয়ের স্বাস্থ্যের খাতিরে তিনি সবই করছেন৷ মা ও মেয়ের জন্য গার্মিশ পার্টেনকিয়র্শেনে আসাই ছিল একমাত্র পথ৷ মারিয়া যখন জার্মানিতে আসে, তখনও সে হুইলচেয়ারে বসতো৷ আর এখন স্বাস্থ্যের সমস্যা সত্ত্বেও সে মোটামুটি বিভ্রাটহীন জীবনের আশা করছে৷ সূত্র: ডিডব্লিউ।
Share:

আর্কাইভ

সর্বশেষ ব্লগ

মেডিকেল কলেজ

ডাউনলোড

সকল