মেডিকেলে সবচেয়ে বড় সার্কাসের নাম কি বলতে পারেন ?
আমি দৃষ্টিতে , সেন্ট্রাল OSPE পরীক্ষা ।
একদল পরীক্ষার্থীকে সারিবদ্ধভাবে,
লাইন ধরে দাঁড় করিয়ে রাখা হয় ,
কিছুক্ষন পর তাদের OSPE রুমে ঢুকানো হয় ,
আরেকদলকে ধমক - থমক দিয়ে,
লেকচার গ্যালারীতে তালাবদ্ধ করা রাখা হয়।
পূর্বের দলের পরীক্ষা শেষ হলে ,
তালাবন্দীদের সারিবদ্ধভাবে OSPE হলে ঢুকানো হয় ।
পরীক্ষা শেষ হওয়া সত্ত্বেও ১ম দলকে ,
লেকচার গ্যালারীতে তালাবদ্ধ করে রাখা হয় ।
এটা কি কোনো সিস্টেম হলো
কেউ কেউ বলবেন আইটেম ,
কারণ - অনেকে সারা রাত মেইনবই গাইড বই পড়েও আইটেম ক্লিয়ার
করতে পারে না।
অনেকে রাতে না পড়েও , ক্লাসে এসে শুনে শুনে আইটেম ক্লিয়ার করে ।
আর কেউ কেউ তো পরীক্ষার আগের দিন সব আইটেম ক্লিয়ার করে ।
আবার এমনো কিছু আছে যারা বিনা আইটেমে
,
বিনা কার্ডে, বিনা টার্মে , তথা বিনা ক্লাসে প্রফে বসে,
বসের মত প্রফ পাশ করে যায় ।
যারা একটা আইটেমের জন্য কার্ডে বসতে পারলো না,
একটি কার্ড কিংবা টার্মের জন্য প্রফ বসতে পারলো না ।
তাদের জন্য সত্যি মায়া লাগে
,
যদি বিবেক বানেরা এ বিষয়ে একটু ভাবতেন ,
তবে , অনেক মেধাবী শিক্ষার্থীর হতাশার গ্লানি থেকে মুক্তি পেত ।
ডাঃ স্বাধীন ফেসবুকে আমি