নির্বাচিত ব্লগ

বর্গী মানে কি? কাদের কে বর্গী বলে ডাকা হতো?

বাংলায় বর্গী আক্রমণের সেই কবিতার পুরোটা কতজন জানেন? ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো বর্গী এল দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে।। ধান ফুর...

Cricket- বাংলাওয়াশের ভয়ে টাস্কি খেয়ে গেলেন শ্রী নিবাসন

মনে মনে,
 এও ভাবছে ,
বাংলাদেশের মহিলারা যদি এমন ধোলাই দে,
না জানি !!  টাইগাররা কেমন  ধোলাই দিবে !!!
তার চেয়ে  ভালো আগে-বাগে  ক্রিকেট ত্থেকে কাইটা পড়ি ।।
..........................................




নিরপেক্ষ ভেন্যূতে বিলাই , নিজের ভেন্যুতে শিয়াল ,
সাত ম্যাচে  টানা হারের পর- বি.সি.সি.আইয়ের সভাপতি  শ্রী নিবাসন ,
নির্বাসনে  না  গিয়ে  বাংলাদেশে  আসন্ন
টি- টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়াকাপ কে
নির্বাসনে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত ।

স্কাইপ সংলাপে বাংলাদেশকে হুমকি  দিয়ে যা বললেন,
তার কিছু অংশ  তুলে  ধরলাম ।

" আপনারা রাজি না হলে,
 আমরা এ বছর বাংলাদেশে
 টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলব না।
 এশিয়া কাপ থেকেও নাম তুলে নেব।
দেখি, আপনারা কী করেন। "

আসল কথা  হইলো ,

ইদানীং বাংলাদেশ টেলিভিশনে,
ক্রিকেট  খেলার মাঝে যে হারে ,
চাকা  ওয়াশিং পাউডারের দানবীয় বিজ্ঞাপন চলছে ,
তাতে বাংলাওয়াশের ভয় কোনোভাবে এড়াতে পারছে না ভারত ।

মনে মনে,
 এও ভাবছে ,
বাংলাদেশের মহিলারা যদি এমন ধোলাই দে,
না জানি !!  টাইগাররা কেমন  ধোলাই দিবে !!!
তার চেয়ে  ভালো আগে-বাগে  ক্রিকেট ত্থেকে কাইটা পড়ি ।।

ডাঃ স্বাধীন         ফেসবুকে আমি 







Share:

আর্কাইভ

সর্বশেষ ব্লগ

মেডিকেল কলেজ

ডাউনলোড

সকল