নির্বাচিত ব্লগ

বর্গী মানে কি? কাদের কে বর্গী বলে ডাকা হতো?

বাংলায় বর্গী আক্রমণের সেই কবিতার পুরোটা কতজন জানেন? ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো বর্গী এল দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে।। ধান ফুর...

Blood Pressure - উচ্চ রক্তচাপে ভুগছে বিশ্বের বেশির ভাগ লোক

 বেশিরভাগ লোকই জানে না, তারা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপে ভুগছে। বিশ্বব্যাপী এক গবেষণার পর আমেরিকার একদল গবেষক নতুন এ তথ্য জানিয়েছেন।


তারা বলেন, বিশ্বব্যাপী জরিপ চালিয়ে দেখা গেছে, বেশিরভাগ লোকই জানে না, তারা উচ্চ রক্তচাপে আক্রান্ত। গবেষণাকালে অধিকাংশের শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে তাদের তাত্ক্ষণিক চিকিৎসাও দেয়া হয়েছে।


কানাডার মতো উচ্চ আয়ের দেশসহ মধ্যম ও নিম্ন আয়ের দেশের বেশ কিছু লোকের ওপর পরীক্ষা চালিয়ে জনসংখ্যা স্বাস্থ্য গবেষণা ইনস্টিটিউট (পিএইচআরআই) এ তথ্য প্রকাশ করেছে।

এ গবেষণায় অংশ নিয়েছে ম্যাকমাস্টর বিশ্ববিদ্যালয় ও হ্যামিলটন হেলথ সায়েন্সের একদল গবেষক। গবেষণায় নেতৃত্বদানকারী প্রধান গবেষক, পিএইচআরআইয়ের সদস্য, সিডনি বিশ্ববিদ্যালয় ও জর্জ ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ ইন অস্ট্রিয়ার মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ক্লেরা চও বলেন, আমাদের গবেষণায় দেখা যায় বেশিরভাগ লোকই জানে না, তারা উচ্চ রক্তচাপে আক্রান্ত এবং নিজেদের অবস্থা সম্পর্কেও একেবারে অসচেতন।
Share:

আর্কাইভ

সর্বশেষ ব্লগ

মেডিকেল কলেজ

ডাউনলোড

সকল