কানের ভিতরে তেলাপোকার সন্ধান
ঘটনাটি ঘটেছে অষ্ট্রেলিয়ার নাগরিক হেন্দ্রিক হেলমারের ।প্রচন্ন ব্যথায় রাতের ঘুম ভাঙ্গে হেন্দ্রিকের ,
তার ধারনা ছিলো ঘুমের সময় মাকড়সা তার কানে প্রবেশ করেছে ,
তাই সে অনেক চেষ্টা করে ব্যথা দূর করতে না পেরে , ডাক্তারি পরামর্শ নেন ।
কিন্তু তাতেও ব্যথা না সেরে ব্যথার তীব্রতা বাড়তে থাকে ,
তাই হাসপাতালের শরানাপন্ন হন .
হাসপাতালের ডাক্তারেরা পরীক্ষা নিরীক্ষা করে , কানের ভিতরে তেলাপোকা দেখতে পায় ।
ঔষধের মাধ্যমে তেলাপোকাটি মেরে ফরসেপ দিয়ে কান থেকে বের করে ।
এর পূর্বে কোনো মানুষের কান থেকে এত বড় পোকা বের করেন নি ।। ডাক্তারেরা
এসব ঘটনার সত্যতা স্বীকার করেছেন , ডারউয়িন শহরের হাসপাতালে ।