.:: ভাষার মাস , আশার মাস ::.
মায়ের ভাষায় হাসতে চাই,
মায়ের ভাষায় কাঁদতে চাই,
মায়ের ভাষায় বাঁচতে চাই ।
সালাম-জব্বার-রফিক রক্ত দিয়ে
যে বিজয় এনে দিয়েছিলো,
সে ঋণ কোনদিন শোধ হবে না ।
আসুন ,
'' রক্তের বিনিময়ে অর্জিত মায়ের ভাষাকে সম্মান দিই,
বাংলায় লিখুন, বাংলায় কথা বলুন , বাংলায় গান ,
বাংলায় হাসুন, বাংলাকে ভালোবাসুন । ''
----------------------------
একটি ঘটনা শেয়ার করলাম ,
১৯৯৯ সালে আমি যখন স্কুলে ছিলাম,
২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে বিশেষ একটি নাটিকার রিহার্সেল করেছিলাম,
৫২ এর ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ,
আমি বজ্রকন্ঠে স্লোগান দিচ্ছি ,
রাষ্ট্র ভাষা , রাষ্ট্র ভাষা
মিছিলের সহযোদ্ধারা ,
উচ্ছ্বস্বরে স্লোগান দিচ্ছিল ,
বাংলা চাই , বাংলা চাই ।
আমি স্লো্গান দিলাম
বাংলা চাই , বাংলা চাই ।
তারা স্লোগান দিলো ,
রাষ্ট্র ভাষা , রাষ্ট্র ভাষা ।
স্লোগানে স্লোগানে মুখরিত পুরো মিছিল ।
এমন সময় পাক হানাদার ,
আমাদের মিছিলে গুলি ছুড়লো ,
গুলিতে স্লোগানরত অবস্থায় আমরা ক'জন
শহীদের সোপানে পা রাখলাম,
আমাদের কোলে করে নিয়ে গেলো সঙ্গীরা ।
কান্নার রোল বেজে উঠলো স্টেজে ,
এর পর শুরু হলো ভাষার সঙ্গীত ,
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১ শে ফেব্রুয়ারী ,
আমি কি ভুলিতে পারি !!
--------------------------
রিহার্সেলে আরো যা হয়েছিলো ,
তাতে আমি বেশ ক'বার শহীদ হয়েছিলাম ,
আমার বুকে একটি লাল - রঙের ,
পানি ভর্তি ছোট পলিথিন ছিলো ,
স্টেজে গোলা ফুটানোর সাথে - সাথে ,
পলিথিন ফুটো করে,
বুক লাল রঙে রঞ্জিত করাই আমার মূল কাজ ।
যাতে দর্শকরা বুঝে উঠতে না পারে ।
আমরা অভিনয় করছি !!!
জীবনের সে স্মৃতি কখনো ভুলতে পারবো না ।
-=====-=====-======-=====-=====-=====-
বাংলা নিয়ে আমার প্রিয় একটি গান নীচে হুবহু তুলে ধরলাম ।
আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই ।।
আমি বাংলায় দেখি স্বপ্ন
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর
বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রানের সুর
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ ।।
আমি বাংলায় কথা কই
আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই ।।
আমি বাংলায় মাতি উল্লাসে
করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার
বাংলাই আমার দৃপ্ত স্লোগান
ক্ষিপ্ত তীর ধনুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ ।।
আমি বাংলায় ভালবাসি
আমি বাংলাকে ভালবাসি
আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি ।।
আমি যা কিছু মহান বরণ করেছি
বিনম্র শ্রদ্ধায়
মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় ।।
বাংলা আমার তৃষ্ণার জল
তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ ।।
আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই ।।
আমি বাংলায় দেখি স্বপ্ন
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর ।।
বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রানের সুর
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ ।।
ডাঃ স্বাধীন ফেসবুকে আমি