Download
Download most essential Medical books
Doctors
Doctor Details
News
details
Doctors Chamber>
Doctors Chamber address
Everything
Everything
নির্বাচিত ব্লগ
বর্গী মানে কি? কাদের কে বর্গী বলে ডাকা হতো?
বাংলায় বর্গী আক্রমণের সেই কবিতার পুরোটা কতজন জানেন? ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো বর্গী এল দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে।। ধান ফুর...
চিকিতসকের উদারতার বাস্তব কাহিনী যা পত্র পত্রিকায় আসে না ।
চিকিতসকের উদারতার বাস্তব কাহিনী যা পত্র পত্রিকায় আসে না ।
পড়ার অনুরোধ রইলো।
অর্থোসার্জারীতে ডিউটি চলছিলো,
একদিন লামা থেকে হাতুড়ে কবিরাজের অপচিকিতসা নিয়ে এক রোগী ভর্তি হয়েছিলো,
রোগীর দুই পায়ের অবস্থা ভয়াবহ ।
পায়ের উপর গাড়ি চড়েছিলো,
টিবিয়া-ফিবুলা দুটোয় ভাংগা .
কবিরাজ গাছের বাকল আর গাছের টুকরো দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে।
পড়ার অনুরোধ রইলো।
অর্থোসার্জারীতে ডিউটি চলছিলো,
একদিন লামা থেকে হাতুড়ে কবিরাজের অপচিকিতসা নিয়ে এক রোগী ভর্তি হয়েছিলো,
রোগীর দুই পায়ের অবস্থা ভয়াবহ ।
পায়ের উপর গাড়ি চড়েছিলো,
টিবিয়া-ফিবুলা দুটোয় ভাংগা .
কবিরাজ গাছের বাকল আর গাছের টুকরো দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে।
সে এখন পথশিশু নয়, ডাক্তার
ভাইয়া, ফুল ন্যাবেন?'
-পিঠে হাত দিয়ে ছোট্ট একটা মেয়ে আমাকে ফুল দেখাচ্ছিল। বনানী কবরস্থানে এরকম মেয়ে হরহামেশাই দেখা যায়।
আমি একা। মা মারা গেছেন আরো ছয় বছর আগে। বাবা এখন পর। অন্য মহিলাকে বিয়ে করে বেশ সুখেই আছে। আমাকে দেখাশোনা করার মত ৭০০ কোটি মানুষের মধ্যে একজনও নেই। বনানী কবরস্থানে আমি প্রায়ই বসে থাকি। মন খারাপ লাগলে, এ কবরস্থানে এসে বসে থাকি। এখানে যে আমার মা শুয়ে আছে।
ডাক্তারদের পড়ালেখা, প্রেক্ষাপট: যুক্তরাস্ট্র, কানাডা, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া
আপনি কি জানেন- যুক্তরাস্ট্রে এমবিবিএস বলে কোন ডিগ্রী নেই? যুক্তরাজ্যে জেনারেল প্র্যাকটিস করতে হলে আপনাকে ৫ বছরের স্নাতকত্তোর ট্রেইনিং শেষ করতে হবে? কানাডায় মেডিকেল স্টাডিস-এ প্রবেশ করতে হলে আপনাকে ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করতে হবে- এই তথ্য কি আপনার জানা ছিল?
আমাদের মাঝে পাশ্চাত্যের মেডিকেল পড়াশোনা নিয়ে কৌতুহল থাকলেও বিষয়টি নিয়ে কখনও ঘাঁটাঘাঁটি করা হয়নি। তাই ভাবলাম, বিষয়টি একটু পড়ি। পড়ে অনেক কিছুই জানা হল। চলুন দেখি, পাশ্চাত্যের ডাক্তারি পড়ালেখার ধরণ কেমন-
আমাদের মাঝে পাশ্চাত্যের মেডিকেল পড়াশোনা নিয়ে কৌতুহল থাকলেও বিষয়টি নিয়ে কখনও ঘাঁটাঘাঁটি করা হয়নি। তাই ভাবলাম, বিষয়টি একটু পড়ি। পড়ে অনেক কিছুই জানা হল। চলুন দেখি, পাশ্চাত্যের ডাক্তারি পড়ালেখার ধরণ কেমন-
1st Time Robotic Surgery In Bangladesh - প্রথমবারের মতো বাংলাদেশে চালু হয়েছে রোবোটিক সার্জারি
প্রথমবারের মতো বাংলাদেশে চালু হয়েছে রোবোটিক সার্জারি।
প্রাথমিক অবস্থায় ইউরোলজি ও গাইনোকলোজি চিকিৎসায় এ পদ্ধতি প্রয়োগ করা হবে।
অ্যাপোলো হসপিতাল ইন্ডিয়া এর সহায়তায় গ্লোবাল টেলিমেডিসিন বাংলাদেশ এই সার্জারি চালু করেছে।
শুক্রবার সন্ধ্যায় হোটেল রূপসী বাংলায় এ সার্জারি প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার মাধ্যমে কাজ করার সুযোগ আরো বৃদ্ধি পেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইকবাল আর্সানাল । -
প্রাথমিক অবস্থায় ইউরোলজি ও গাইনোকলোজি চিকিৎসায় এ পদ্ধতি প্রয়োগ করা হবে।
অ্যাপোলো হসপিতাল ইন্ডিয়া এর সহায়তায় গ্লোবাল টেলিমেডিসিন বাংলাদেশ এই সার্জারি চালু করেছে।
শুক্রবার সন্ধ্যায় হোটেল রূপসী বাংলায় এ সার্জারি প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার মাধ্যমে কাজ করার সুযোগ আরো বৃদ্ধি পেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইকবাল আর্সানাল । -
Health Service - স্বাস্থ্য সেবায় ধারাবাহিক সফলতার প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক মার্গারেট চ্যান।
কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র চালুসহ বাংলাদেশের সার্বিক স্বাস্থ্য সেবায় ধারাবাহিক সফলতার প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক মার্গারেট চ্যান।
বিশেষত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত কমিউনিটি হেলথ ক্লিনিক কর্মসূচির সাফল্যের কথা উল্লেখ করেছেন তিনি।
বুধবার জেনেভায় সংস্থাটির সদর দপ্তরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে বৈঠকে এই মত তুলে ধরেন তিনি।
শেখ হাসিনার সঙ্গে আগের সাক্ষাতের কথা স্মরণ করে তৃতীয়বারের তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন মার্গারেট।
বিশেষত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত কমিউনিটি হেলথ ক্লিনিক কর্মসূচির সাফল্যের কথা উল্লেখ করেছেন তিনি।
বুধবার জেনেভায় সংস্থাটির সদর দপ্তরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে বৈঠকে এই মত তুলে ধরেন তিনি।
শেখ হাসিনার সঙ্গে আগের সাক্ষাতের কথা স্মরণ করে তৃতীয়বারের তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন মার্গারেট।
FCPS - এফসিপিএস-এর সাতকাহন
.::এফসিপিএস-এর সাতকাহন ::.
বাংলাদেশের সাধারণ মানুষদের একটা অংশের কাছে এমবিবিএস পাশ করা হতভাগা ডাক্তারদের উপাধি হল ‘সিম্পল’ এমবিবিএস ডাক্তার। তাই এমবিবিএস পাশ করে তরুণ ডাক্তাররা এখন আর বসে থাকেন না। তারা ‘সিম্পল’ উপাধী দূর করতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনে লেগে পড়েন। এদের মধ্যে একটি বড় অংশ এফসিপিএস ডিগ্রী অর্জনের চেষ্টা করেন।ভুল বুঝাবুঝির অবসান হউক......
ভুল বুঝাবুঝির অবসান হউক..
কিছুদিন আগে আমাদের এক বাংলাদেশী মেয়ের ফিবুলা ফ্র্যাকচার হলো, অপারেশনের খরচ পড়ল ৩০,০০০ইউয়েন (বাংলাদেশী টাকায় ৪ লক্ষ টাকা প্রায়)। এরপর কেরালার এক ছাত্রের ফিমার ভাংলো, অপারেশনের খরচ পড়ল ৫০,০০০ইউয়েন (বাংলাদেশী টাকায় ৬ লক্ষ ৭৫হাজার টাকা প্রায়)। এরা দু'জনেই আমাদের মেডিকেলের স্টুডেন্ট।CARRY ON System পুনর্বহালের দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন
CARRY ON System পুনর্বহালের দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন:
.
প্রথম বর্ষ M.B.BS শিক্ষার্থীরা মেডিকেল প্রফেশনাল পরীক্ষায় carry on system পুনর্বহালের দাবিতে আজ 28-04-2014 ইং তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনের মাধ্যমে আন্দোলন শুরু করেছে।সকাল 11 টা থেকেই ঢাকার বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হতে থাকে।তাদের সোচ্চার আন্দোলনে মুখরিত হতে থাকে শহীদ মিনার চত্বর।সকলেরমুখে একটাই কথা- "carry on system" চাই।
.
.
প্রথম বর্ষ M.B.BS শিক্ষার্থীরা মেডিকেল প্রফেশনাল পরীক্ষায় carry on system পুনর্বহালের দাবিতে আজ 28-04-2014 ইং তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনের মাধ্যমে আন্দোলন শুরু করেছে।সকাল 11 টা থেকেই ঢাকার বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হতে থাকে।তাদের সোচ্চার আন্দোলনে মুখরিত হতে থাকে শহীদ মিনার চত্বর।সকলেরমুখে একটাই কথা- "carry on system" চাই।
.
Know- স্টেথোর জন্মকাহিনী -
স্টেথোর জন্মকাহিনী -
অনেকেই বলে থাকেন চিকিত্সকের নাকি কর্মবিহীন থাকতে হয়না কখনো ।
অথবা চিকিত্সকরা কখনো না খেয়ে মরেনা ।হাতে শুধু স্টেথো ,বিপি মেশিন থাকলে নাড়ি টিপেই স্বচ্ছলতার সাথে বাকী জীবন পাড় করে দেয়া যেতে পারে ।
বলছিলাম স্টেথোস্কোপের কথা ।মেডিকেলে ভর্তির কথা মাথায় এলেই ভেসে ওঠে এপ্রোন পরা গলায় স্টেথোধারি স্বপ্ন মানবের কথা ।Strike - গার্লস হোস্টেলে চুরির ঘটনা বন্ধের দাবিতে শহীদ জিয়াঊর রহমান মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা
খবর, নিউজ, মেডিকেল কলেজ, সকল, সংবাদ
Dear Doctors, আপনার প্রিয় এপ্রনটি আজ রক্তাক্ত !! আপনার প্রিয় সহকর্মী আজ রক্তাক্ত !!!
খবর, ডাঃ স্বাধীন, নিউজ, সংবাদ, সম্পাদকীয়
এবার চশমা দিয়ে ধরা পড়বে ক্যানসার
এবার চশমা দিয়ে ধরা পড়বে ক্যানসার
চশমা চোখে দিলেই দেখা মিলবে ক্যানসার কোষের৷ কথাটা শুনে আকাশ থেকে পড়লনে তো? আষাঢ়ে গপ্পের মতো শোনালেও বিজ্ঞানীরা আবিষ্কার করছেন এমনই এক চশমা৷ গবেষকেরা জানিয়েছেন ক্যানসার কোষ খুঁজে বের করা সাধারনত খুব কঠিন কাজ৷ হাই পাওয়ারের ম্যাগনিফিকেশন দিয়েও মাঝে মাঝে এগুলিকে খুঁজে বের করা দুঃসাধ্য হয়ে ওঠে৷ কিন্তু বিজ্ঞানীরা জানালেন, ক্যানসার সার্জানরা এই চশমা চোখে দিলেই ক্যানসার কোষ আলাদা করে দেখতে পারবেন৷ এই চশমার দ্বারা ক্যানসার কোষগুলিকে নীল রঙের দেখতে লাগবে ফলে তারা সহজেই এগুলিকে চিহ্নিত করতে পারবেন৷
বারমুডা ট্রায়াঙ্গল : মানুষের ভাবনা
বারমুডা ট্রায়াঙ্গল : মানুষের ভাবনা
কি এই বারমুডা ট্রায়াঙ্গল?
কি ঘটে এখানে?
কেন ঘটে ?
মূলত গত শতাব্দীর ষাটের দশকে বারমুডা ট্রায়াঙ্গল বৈজ্ঞানিক মহলে আলচনায় আসলেও বারমুডা ট্রায়াঙ্গলনিয় ে কিন্তু মানুষের আগ্রহ প্রাচীন কাল থেকেই ছিল!শত শত কতো জাহাজযে বারমুডা ট্রায়াঙ্গলে হারিয়ে গেছে তার ইয়ত্তা নেই।তাছাড়া আগের জাহাজগুলো ছিল কাঠের তৈরি,তাই তৎকালীন সময়ে জাহাজডুবির ঘটনাও ঘটত বেশি। অনেক নাবিক বারমুডা ট্রায়াঙ্গল পারি দেওয়াটামারাত্ম ক ঝুঁকির মনে করতেন।বিখ্যাত জলদস্যু লুইডেকেইন বারমুডা ট্রায়াঙ্গল সম্পর্কে জানতেন , তিনিতার নিজের ডাইরিতে উল্লেখ করেছেন , পারত পক্ষে তিনি ওই অঞ্চলে যেতেন না জাহাজ লুট করবার জন্য।
কি এই বারমুডা ট্রায়াঙ্গল?
কি ঘটে এখানে?
কেন ঘটে ?
মূলত গত শতাব্দীর ষাটের দশকে বারমুডা ট্রায়াঙ্গল বৈজ্ঞানিক মহলে আলচনায় আসলেও বারমুডা ট্রায়াঙ্গলনিয় ে কিন্তু মানুষের আগ্রহ প্রাচীন কাল থেকেই ছিল!শত শত কতো জাহাজযে বারমুডা ট্রায়াঙ্গলে হারিয়ে গেছে তার ইয়ত্তা নেই।তাছাড়া আগের জাহাজগুলো ছিল কাঠের তৈরি,তাই তৎকালীন সময়ে জাহাজডুবির ঘটনাও ঘটত বেশি। অনেক নাবিক বারমুডা ট্রায়াঙ্গল পারি দেওয়াটামারাত্ম ক ঝুঁকির মনে করতেন।বিখ্যাত জলদস্যু লুইডেকেইন বারমুডা ট্রায়াঙ্গল সম্পর্কে জানতেন , তিনিতার নিজের ডাইরিতে উল্লেখ করেছেন , পারত পক্ষে তিনি ওই অঞ্চলে যেতেন না জাহাজ লুট করবার জন্য।
ভাষার মাস , আশার মাস ::.
.:: ভাষার মাস , আশার মাস ::.
মায়ের ভাষায় হাসতে চাই,
মায়ের ভাষায় কাঁদতে চাই,
মায়ের ভাষায় বাঁচতে চাই ।
সালাম-জব্বার-রফিক রক্ত দিয়ে
যে বিজয় এনে দিয়েছিলো,
সে ঋণ কোনদিন শোধ হবে না ।
আসুন ,
'' রক্তের বিনিময়ে অর্জিত মায়ের ভাষাকে সম্মান দিই,
বাংলায় লিখুন, বাংলায় কথা বলুন , বাংলায় গান ,
বাংলায় হাসুন, বাংলাকে ভালোবাসুন । ''
----------------------------
Books - প্রাথমিক চিকিৎসা/প্রতিবিধান এর যাবতীয় ব্যাসিক …+ এর উপর ৮০ পৃষ্ঠার পরিপূর্ণ বাংলা বই (ছবি সহ)
বাঁচতে হলে জানতে হবে ...। আপনার এই সামান্য জ্ঞান একটা মানুষের বড় কোন ক্ষতির হাত থেকে রক্ষা করবে ...
" সবাইকে বিশেষ ভাবে অনুরোধ করছি আপনারা আপনাদের ফেসবুকে এই পোস্টটা অবশ্যই শেয়ার করবেন ..."
মনে রাখবেন আপনার এই শেয়ার একটা মানুষের জীবন বাঁচাতে পারে ...
প্রথমে মনে করেছিলাম পিডিএফ আকারে দিব ... পরে আপনাদের পড়ার অসুবিধার কথা চিন্তা করে টেক্সট হিসাবে দিলাম ...।
▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬
প্রাথমিক চিকিৎসা বা প্রতিবিধান চিকিৎসাশাস্ত্রের একটি অংশ। প্রাথমিক চিকিৎসা হচ্ছে হঠাৎ কোনো পীড়া বা দৈব দুর্ঘটনায় হাতের কাছের জিনিসের দ্বারা রোগীকে প্রাথমিকভাবে সাহায্য করা, যাতে ডাক্তার আসার আগে রোগীর অবস্থার অবনতি না ঘটে বা জটিলতা সৃষ্টি না হয়। অর্থাৎ যেকোনো আকস্মিক দুর্ঘটনায় প্রথম শুশ্রূষা এবং সংক্ষিপ্তউপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে যে ব্যবস্থা গ্রহণ করা হয়, তাকে প্রাথমিক চিকিৎসা / প্রতিবিধান বলা হয়।
▬▬▬▬▬▬
" সবাইকে বিশেষ ভাবে অনুরোধ করছি আপনারা আপনাদের ফেসবুকে এই পোস্টটা অবশ্যই শেয়ার করবেন ..."
মনে রাখবেন আপনার এই শেয়ার একটা মানুষের জীবন বাঁচাতে পারে ...
প্রথমে মনে করেছিলাম পিডিএফ আকারে দিব ... পরে আপনাদের পড়ার অসুবিধার কথা চিন্তা করে টেক্সট হিসাবে দিলাম ...।
▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬
প্রাথমিক চিকিৎসা বা প্রতিবিধান চিকিৎসাশাস্ত্রের একটি অংশ। প্রাথমিক চিকিৎসা হচ্ছে হঠাৎ কোনো পীড়া বা দৈব দুর্ঘটনায় হাতের কাছের জিনিসের দ্বারা রোগীকে প্রাথমিকভাবে সাহায্য করা, যাতে ডাক্তার আসার আগে রোগীর অবস্থার অবনতি না ঘটে বা জটিলতা সৃষ্টি না হয়। অর্থাৎ যেকোনো আকস্মিক দুর্ঘটনায় প্রথম শুশ্রূষা এবং সংক্ষিপ্তউপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে যে ব্যবস্থা গ্রহণ করা হয়, তাকে প্রাথমিক চিকিৎসা / প্রতিবিধান বলা হয়।
▬▬▬▬▬▬
রক্তক্ষরণ :
▬▬▬▬▬▬
রক্ত হলো এক প্রকার তরল পদার্থ। এর রং লাল। হিমোগ্লোবিন নামক লাল রঞ্জক পদার্থের উপস্থিতিতে রক্তের রং লাল দেখায়। শরীরের কোনো স্থানে আঘাতের ফলে বা কেটে গেলে যে ক্ষতের সৃষ্টি হয়, এবং সেই ক্ষত হতে যে রক্ত বের হয়, তাকে রক্তক্ষরণ বা রক্তপাত বলে। বিভিন্নভাবে রক্তক্ষরণ হতে পারে যেমন-
রক্ত হলো এক প্রকার তরল পদার্থ। এর রং লাল। হিমোগ্লোবিন নামক লাল রঞ্জক পদার্থের উপস্থিতিতে রক্তের রং লাল দেখায়। শরীরের কোনো স্থানে আঘাতের ফলে বা কেটে গেলে যে ক্ষতের সৃষ্টি হয়, এবং সেই ক্ষত হতে যে রক্ত বের হয়, তাকে রক্তক্ষরণ বা রক্তপাত বলে। বিভিন্নভাবে রক্তক্ষরণ হতে পারে যেমন-
ম্যালেরিয়ার টিকার খোঁজে গবেষণা
ম্যালেরিয়ার কথা নতুন করে বলার প্রয়োজন নেই৷ মশা-মাছি নিয়ে ঘর করাটা অনেকের কাছে স্বাভাবিক৷ ‘মশা মারতে কামান দাগা’-র মতো প্রবচনেই তো লুকিয়ে রয়েছে বাঙালি জীবনে ম্যালেরিয়ার কাহিনি৷ কিন্তু সেই ম্যালেরিয়ার বিরুদ্ধে টিকা?
মশার কামড় শেষমেষ মৃত্যু ডেকে আনতে পারে, কেননা স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালিগন্যান্ট প্যারাসাইট থাকে, যা থেকে ম্যালেরিয়া রোগ হয়৷ একশো'টির কম প্যারাসাইট থেকেই এই মারাত্মক প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে৷ রক্তের মাধ্যমে ম্যালেরিয়ার প্যাথোজেন যকৃতে পৌঁছয়৷ সেখানে তারা বাসা বাঁধে, বংশবৃদ্ধি করে, বিভক্ত কোষগুলির মাধ্যমে রক্তে গিয়ে পৌঁছয়৷
মশার কামড় শেষমেষ মৃত্যু ডেকে আনতে পারে, কেননা স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালিগন্যান্ট প্যারাসাইট থাকে, যা থেকে ম্যালেরিয়া রোগ হয়৷ একশো'টির কম প্যারাসাইট থেকেই এই মারাত্মক প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে৷ রক্তের মাধ্যমে ম্যালেরিয়ার প্যাথোজেন যকৃতে পৌঁছয়৷ সেখানে তারা বাসা বাঁধে, বংশবৃদ্ধি করে, বিভক্ত কোষগুলির মাধ্যমে রক্তে গিয়ে পৌঁছয়৷
Telescope - আজকের বিষয় টেলিস্কোপ
নিউজ, পড়াশুনা, বিসিএস, সকল, সাধারণ জ্ঞান
আস-সালামু-আলাইকুম।
কেমন আছেন সবাই?আশা করি আল্লাহ তায়ালার রহমতে ভালোই আছেন।
বিচিত্র বিশ্ব নিয়ে ধারাবাহিক টিউনের আজ লিখবো ৪র্থ পর্ব নিয়ে।আজকের বিষয় টেলিস্কোপ।আপনাদের সাহায্য আর দোয়া পেলে আরো ভালো লিখতে পারবো আশা করি।
টেলিস্কোপ কি?
টেলিস্কোপ হচ্ছে একটা আলোর বক্স।এটা আয়না অথবা লেন্সের মাধ্যমে মহাকাশের বিভিন্ন বস্তুর আলো সংগ্রহ করে।একটা প্রধান আয়না তার থেকে অপেক্ষাকৃত ছোট আয়নায় উক্ত বস্তুর প্রতিফলন ঘটিয়ে বস্তুর অবস্থান দৃশ্যমান করে তোলে।
টেলিস্কোপের ধরন
রিফ্রেক্টিং টেলিস্কোপ (Refracting Telescope):
আমরা সচরাচর যে টেলিস্কোপ দেখি সেটা এই টেলিস্কোপ।এই টেলিস্কোপ একটা বড় লেন্সের মাধ্যমে আলোর প্রতিসরন ঘটিয়ে দুরের বস্তুকে ছবির আকারে দৃশ্যমান করে।
Disease Name - রোগের নাম ‘চেহারা মনে না রাখা
সিলভিয়া টিপমানের এমন রোগ আছে৷ জার্মানির কেমনিটৎস শহরের ২৯ বছর বয়স্ক এই জৈব তথ্যবিজ্ঞানী মানুষের মুখ বা চেহারা মনে রাখতে পারেন না৷ মনস্তত্ত্ববিদরা এই রোগের নাম দিয়েছেন ‘প্রোসোপ্যাগনোসিয়া' সহজ করে বললে, চেহারা মনে না রাখা৷
টিপমান একটি ঘটনার উল্লেখ করে বলেন, ‘‘একবার রাস্তায় এক স্প্যানিশ মহিলার সঙ্গে দেখা৷ তিনি হেসে সম্ভাষণ জানালেন৷ আমি মনেই করতে পারলাম না, ব্যক্তিটি কে? আসলে তিনি আমার স্প্যানিশ ভাষার টিউটর৷ স্প্যানিশ শেখার জন্য তার কাছে যাই আমি৷ ইতোমধ্যে তিনবার দেখা হয়েছে৷ বিষয়টি খুব অস্বস্তিকর৷''
টিপমান একটি ঘটনার উল্লেখ করে বলেন, ‘‘একবার রাস্তায় এক স্প্যানিশ মহিলার সঙ্গে দেখা৷ তিনি হেসে সম্ভাষণ জানালেন৷ আমি মনেই করতে পারলাম না, ব্যক্তিটি কে? আসলে তিনি আমার স্প্যানিশ ভাষার টিউটর৷ স্প্যানিশ শেখার জন্য তার কাছে যাই আমি৷ ইতোমধ্যে তিনবার দেখা হয়েছে৷ বিষয়টি খুব অস্বস্তিকর৷''
Galaxy শব্দটি এসেছে গ্রীক শব্দ থেকে.. details
আস-সালামু-আলাইকুম।
কেমন আছেন সবাই?আশা করি আল্লাহ তায়ালার রহমতে ভালোই আছেন।
বিচিত্র বিশ্ব নিয়ে ধারাবাহিক টিউনের আজ লিখবো ৩য় পর্ব নিয়ে।আজকের বিষয় মহাকাশের ছায়াপথ।আপনাদের সাহায্য আর দোয়া পেলে আরো ভালো লিখতে পারবো আশা করি।
ছায়াপথঃ
- Galaxy শব্দটি এসেছে গ্রীক শব্দ থেকে।ছায়াপথ হলো বিশাল আকারের তারা ব্যবস্থা যা তৈরি হয় তারা, প্রচুর পরিমান গ্যাস এবং ধুলার সমন্বয়ে।
- মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন তারার সমন্বয়ে ছায়াপথের আকার ও আকৃতির সৃষ্টি হয়।
Insulin - ডায়াবেটিসের ইনসুলিন পিল আবিষ্কার, দাবি ভারতীয় বিজ্ঞানীদের
ভারতীয় বিজ্ঞানীদের অবদানে এবার উল্লেখযোগ্য মোড় নিতে চলেছে ডায়াবেটিস বা মধুমেহ রোগের চিকিৎসা। দীর্ঘদিন ধরে যে বিষয়ে সারা বিশ্বের চিকিৎসাশাস্ত্র কাজ করছে, সেই ইনসুলিনের পিল তৈরির কাজ প্রায় সম্পূর্ণ বলে জানিয়েছেন ভারতীয় বৈজ্ঞানিকদের সংগঠন। এর ফলে প্রতিদিন শরীরে ইনসুলিন ইঞ্জেকশন নেয়ার যন্ত্রণা থেকে মুক্তি পাবেন ডায়াবেটিসে আক্রান্তরা।
ডায়াবেটিসের চিকিত্সায় ইনসুলিনের আবিষ্কার পেরিয়ে গিয়েছে প্রায় ১০০ বছর। কিন্তু এখনো ইনসুলিন নিতে হলে শরীরে সুঁচ ফোটানোর যন্ত্রণা সহ্য করতেই হয়। ১৯৩০ থেকেই ইনসুলিন পিল আবিস্কারের চেষ্টা চালাচ্ছেন বৈজ্ঞানিকরা। কিন্তু ইনসুলিনের ট্যাবলেটের মতো করে শরীরে প্রবেশ করালে তা রক্তে মিশে কাজ শুরু করার আগেই আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ইনসুলিনকে ভেঙে দেয়। ফলে কোনো লাভ হয় না। অবশেষে ভারতীয় বৈজ্ঞানিকরা এই সমস্যার সমাধান পেয়েছেন বলে দাবি।
ডায়াবেটিসের চিকিত্সায় ইনসুলিনের আবিষ্কার পেরিয়ে গিয়েছে প্রায় ১০০ বছর। কিন্তু এখনো ইনসুলিন নিতে হলে শরীরে সুঁচ ফোটানোর যন্ত্রণা সহ্য করতেই হয়। ১৯৩০ থেকেই ইনসুলিন পিল আবিস্কারের চেষ্টা চালাচ্ছেন বৈজ্ঞানিকরা। কিন্তু ইনসুলিনের ট্যাবলেটের মতো করে শরীরে প্রবেশ করালে তা রক্তে মিশে কাজ শুরু করার আগেই আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ইনসুলিনকে ভেঙে দেয়। ফলে কোনো লাভ হয় না। অবশেষে ভারতীয় বৈজ্ঞানিকরা এই সমস্যার সমাধান পেয়েছেন বলে দাবি।
Cancer - স্তন ক্যানসার রোগীদের জন্য সতর্কবার্তা
স্তন ক্যানসার হলে একটা সময় অস্ত্রোপচার করাতে হয়৷ তারপর যেসব ওষুধ খেতে হয় তার মধ্যে খুব জনপ্রিয় এবং কার্যকর একটা ওষুধই আতঙ্কের জন্ম দিয়েছে৷ দেখা গেছে, ওষুধটি খেয়ে অন্য বিপদ হয়েছে অনেকের৷
ওষুধটির নাম জেলোডা।সুইজারল্যান্ডের হফমান-লা রশ কোম্পানির এই ট্যাবলেট অনেক দিন ধরেই স্তন ক্যানসার রোগীদের খেতে দেয়া হয়৷ ক্যানসার আক্রান্ত স্তনে অস্ত্রোপচারের পর এ ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেলে উপকারও হয়৷ এতদিন উপকারের দিকটাই দেখে এসেছেন সবাই৷ কিন্তু সম্প্রতি ক্যানাডায় অনেকে স্তনে অস্ত্রোপচারের পর এ ট্যাবলেট খেয়ে পড়েছেন নতুন এবং বিপদজনক এক সমস্যায়৷ তাঁদের এক ধরণের চর্মরোগ হচ্ছে, যার নাম স্টিভেনস-জনসম সিন্ড্রোম।
ওষুধটির নাম জেলোডা।সুইজারল্যান্ডের হফমান-লা রশ কোম্পানির এই ট্যাবলেট অনেক দিন ধরেই স্তন ক্যানসার রোগীদের খেতে দেয়া হয়৷ ক্যানসার আক্রান্ত স্তনে অস্ত্রোপচারের পর এ ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেলে উপকারও হয়৷ এতদিন উপকারের দিকটাই দেখে এসেছেন সবাই৷ কিন্তু সম্প্রতি ক্যানাডায় অনেকে স্তনে অস্ত্রোপচারের পর এ ট্যাবলেট খেয়ে পড়েছেন নতুন এবং বিপদজনক এক সমস্যায়৷ তাঁদের এক ধরণের চর্মরোগ হচ্ছে, যার নাম স্টিভেনস-জনসম সিন্ড্রোম।
The Earth- মাহাবিশ্বের অজানা রহস্য !!
আস-সালামু-আলাইকুম।
কেমন আছেন সবাই?আশা করি আল্লাহ তায়ালার রহমতে ভালোই আছেন।
বিচিত্র বিশ্ব নিয়ে একটা ধারাবাহিক টিউন শুরু করেছি। আপনাদের সাহায্য আর দোয়া পেলে আরো ভালো লিখতে পারবো আশা করি।
আজ লিখবো এর দ্বিতীয় পর্ব নিয়ে।আজকের বিষয় হলো আমাদের এই মহা বিশ্ব।এই পর্ব টা আমার আগে শুরু করা উচিত ছিলো।যাই হোক,শুরু করা যাক
মহাবিশ্বের সৃষ্টিঃ
- একেবারে শুরুর দিকে এই মহাবিশ্ব ছিলো গরম এবং ঘন বিকিরনের শক্তি।
- সেকেন্ডের এক হাজার ভাগের একভাগ সময়ে ছোট ছোট বিকিরন ছোট ছোট শক্তি উৎপন্ন করে যা দুইটি নতুন শক্তির সৃষ্টি করে যাকে আমরা হাইড্রোজেন এবং হিলিয়াম নামে চিনি।
Blood Pressure - উচ্চ রক্তচাপে ভুগছে বিশ্বের বেশির ভাগ লোক
বেশিরভাগ লোকই জানে না, তারা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপে ভুগছে। বিশ্বব্যাপী এক গবেষণার পর আমেরিকার একদল গবেষক নতুন এ তথ্য জানিয়েছেন।
তারা বলেন, বিশ্বব্যাপী জরিপ চালিয়ে দেখা গেছে, বেশিরভাগ লোকই জানে না, তারা উচ্চ রক্তচাপে আক্রান্ত। গবেষণাকালে অধিকাংশের শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে তাদের তাত্ক্ষণিক চিকিৎসাও দেয়া হয়েছে।
তারা বলেন, বিশ্বব্যাপী জরিপ চালিয়ে দেখা গেছে, বেশিরভাগ লোকই জানে না, তারা উচ্চ রক্তচাপে আক্রান্ত। গবেষণাকালে অধিকাংশের শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে তাদের তাত্ক্ষণিক চিকিৎসাও দেয়া হয়েছে।
Stomach Watch - ঘড়ি ধরে চলে পাকস্থলি, জানিয়ে দেয় খাওয়ার নির্দিষ্ট সময়
আপনি নির্ঘাৎ আপনার বাঙালি সত্ত্বা বজায় রেখে সময়ের বিষয়ে বেশ অজ্ঞান। কিন্তু জানেন কি আপনার পাকস্থলিটি রীতিমত টাইম মেনে চলে। পাকস্থলি নির্দিষ্ট সারকাডিয়ান রিদম মেনে চলে। নির্দিষ্ট সময় অন্তর অন্তর কখন খেতে হবে পাকস্থলিই সেটা ঠিক করে দেয়। জার্নাল অফ নিউরোসায়েন্স-এ প্রকাশিত একটি গবেষণাপত্র থেকে এমনটাই জানা যাচ্ছে।
অস্ট্রেলিয়ার অ্যাডেলেড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের গবেষণার মাধ্যমে দেখিয়েছেন কীভাবে পাকস্থলি মস্তিষ্ককে সংকেত পাঠায় যে সে এখন পরিপূর্ণ আছে না খালি। অর্থাৎ খাওয়ার সময় নির্দেশ করে।
পাকস্থলীতে অবস্থিত স্নায়ুগুলি কীভাবে নির্দিষ্ট সময় অন্তর অন্তর খিদের অনুভূতি তৈরি করে সেটা বোঝার জন্য আট মাস বয়সের ইঁদুরদের উপর পরীক্ষা চালিয়ে ছিলেন অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।
অস্ট্রেলিয়ার অ্যাডেলেড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের গবেষণার মাধ্যমে দেখিয়েছেন কীভাবে পাকস্থলি মস্তিষ্ককে সংকেত পাঠায় যে সে এখন পরিপূর্ণ আছে না খালি। অর্থাৎ খাওয়ার সময় নির্দেশ করে।
পাকস্থলীতে অবস্থিত স্নায়ুগুলি কীভাবে নির্দিষ্ট সময় অন্তর অন্তর খিদের অনুভূতি তৈরি করে সেটা বোঝার জন্য আট মাস বয়সের ইঁদুরদের উপর পরীক্ষা চালিয়ে ছিলেন অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।
Cancer - ক্যানসারের চিকিৎসায় ‘ব্যক্তিগত' ওষুধ
গবেষক ফ্রাংক কিশকেল এই প্রসঙ্গে বলেন, যেকোনো থেরাপির আগে রোগটিকে শনাক্ত করা প্রয়োজন৷ তা না হলে ভুল চিকিৎসা হতে পারে৷ তার ভাষায়, ‘‘আমি তো হাড় ভাঙলে শুধু মলম দিয়ে ভালো করতে পারি না৷ এ জন্য ভাঙা হাড়কে আগের জায়গায় এনে আঁটকাতে হবে৷ তা হলেই তা জোড়া লাগবে৷''
Stroke -স্ট্রোক দেখা দিতে পারে হঠাৎ করে
হঠাৎ করে মস্তিষ্কের রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটলে হতে পারে স্ট্রোক৷ যেকোনো সময় যে কোনো বয়সেই ঘটতে পারে মস্তিষ্কের এই বৈকল্য৷ স্ট্রোক দুই ধরনের হয়ে থাকে৷ মস্তিষ্কের কোনো রক্তনালী ছিড়ে গিয়ে রক্তক্ষরণ হলে অথবা রক্তনালী কোনো ভাবে ব্লক হয়ে গেলে৷ দেরিতে ধরা পড়লে দুই ধরনের স্ট্রোকই বিপজ্জনক৷ এর ফলে শরীরে কোনো অংশ অসাড় হয়ে যেতে পারে৷ বাকশক্তি ও দৃষ্টিশক্তিও হারিয়ে যেতে পারে৷ এটা নির্ভর করে মস্তিষ্কের কোন অংশ স্ট্রোক হয়েছে বা আঘাতটা কতটুকু তার ওপর৷
অসংখ্য মানুষ স্ট্রোকের কবলে পড়েন
অসংখ্য মানুষ স্ট্রোকের কবলে পড়েন
Weight - ওজন কমাতে ৫ ধরনের পানীয়
ওজন কমাতে কত কিছুই না করেন! কখনো না খেয়ে ডায়েট অনুসরণ করা, কিংবা সকালে-বিকালে নানা ধরনের ব্যায়াম করা, কিংবা ঘাম ঝরিয়ে চর্বি গলিয়ে হাজারো নিয়মকানুন মেনে চলা। কষ্টের আর শেষ নেই। ওজন কমাতে কতকিছুই না নিয়ন্ত্রণে রাখতে হয়। এবার একটু হাফ ছেড়ে বসতে পারেন। কারণ ওজন কমানোর তুলনামূলক সহজ সমাধানও কিন্তু আছে। পাঁচ ধরনের পানীয় নিয়মিত খেলেও কিন্তু ওজন কমতে পারে।
AIDS - এইডস চিকিৎসায় নতুন দিগন্ত
এইডস সংক্রান্ত চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচনের মুখে। ওরেগন `হেলথ অ্যান্ড সায়েন্স` বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন এক ভ্যাকসিন তৈরির দাবি করেছেন যাতে শরীর থেকে মারণ এইচআইভি (হিউম্যান ইম্যুনো ডেফিসিয়েন্সি ভাইরাস) সম্পূর্ণ রূপে বিতারিত করা সম্ভব।
বাঁদরের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করে তারা অসাধারণ ফল পেয়েছেন বলে দাবি করেছেন। বাঁদরের দেহে এইচআইভি-এর সমকক্ষ এসআইভি (সিমিয়ান ইম্যুনো ডেফিসিয়েন্সি ভাইরাস) সম্পূর্ণ রূপে নির্মূল করতে সক্ষম হয়েছেন তারা।
দ্রুত মানুষের ওপর এই ভ্যাকসিনের প্রভাব পরীক্ষা করা হবে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
বাঁদরের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করে তারা অসাধারণ ফল পেয়েছেন বলে দাবি করেছেন। বাঁদরের দেহে এইচআইভি-এর সমকক্ষ এসআইভি (সিমিয়ান ইম্যুনো ডেফিসিয়েন্সি ভাইরাস) সম্পূর্ণ রূপে নির্মূল করতে সক্ষম হয়েছেন তারা।
দ্রুত মানুষের ওপর এই ভ্যাকসিনের প্রভাব পরীক্ষা করা হবে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
Malaria - ম্যালেরিয়া প্রতিরোধে নতুন সাফল্য
বিজ্ঞানীরা ম্যালেরিয়া সৃষ্টিকারী এমন একটি প্রোটিন বা এনজাইমের সন্ধান পেয়েছেন, যার চক্র থামানো গেলে ম্যালেরিয়া প্রতিরোধ বা নির্মূল করা সম্ভব৷ ওই এনজাইমের নাম ফসফেটিডাইলিনোজাইটল-ফোর-কাইনাস বা পিআইফোরকে৷
ম্যালেরিয়া রোগ হয় প্লাজমোডিয়াম গোত্রের বিভিন্ন প্রজাতির পরজীবীর কারণে৷ পরজীবীগুলো সরাসরি স্তন্যপায়ী প্রাণীকে আক্রমণ করতে পারে না৷ এর জন্য বাহক হিসেবে প্রয়োজন অ্যানোফিলিস গোত্রের স্ত্রী মশা৷ এ অণুজীবগুলো স্ত্রী মশার শুঁড়ের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে৷ বিজ্ঞানীরা এমন একটি প্রোটিন বা এনজাইমের সন্ধান পেয়েছেন, যা ম্যালেরিয়া সৃষ্টিকারী প্লাজমোডিয়াম পরজীবী সৃষ্টির কারণ৷
ম্যালেরিয়া রোগ হয় প্লাজমোডিয়াম গোত্রের বিভিন্ন প্রজাতির পরজীবীর কারণে৷ পরজীবীগুলো সরাসরি স্তন্যপায়ী প্রাণীকে আক্রমণ করতে পারে না৷ এর জন্য বাহক হিসেবে প্রয়োজন অ্যানোফিলিস গোত্রের স্ত্রী মশা৷ এ অণুজীবগুলো স্ত্রী মশার শুঁড়ের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে৷ বিজ্ঞানীরা এমন একটি প্রোটিন বা এনজাইমের সন্ধান পেয়েছেন, যা ম্যালেরিয়া সৃষ্টিকারী প্লাজমোডিয়াম পরজীবী সৃষ্টির কারণ৷
Heart- বিশ্বে এই প্রথম কৃত্রিম হৃদযন্ত্রের প্রতিস্থাপন হলো ফ্রান্সে
বিশ্বে এই প্রথম কৃত্রিম হৃদযন্ত্রের প্রতিস্থাপন হলো ফ্রান্সে। এই কৃত্রিম হৃদযন্ত্রের সাহায্যে কোনো ব্যক্তি পাঁচ বছর জীবিত থাকতে পারবে। ৭৫ বছরের এক ফরাসি নাগরিক এই প্রতিস্থাপন করান।
এই কৃত্রিম হৃদযন্ত্রটি ডিজাইন করেছে কারমেট নামে একটি ফরাসি বায়োমেডিক্যাল সংস্থা। এই হৃদযন্ত্রে লিথিয়াম-ইয়ন ব্যাটারি ব্যবহৃত হয়েছে।
এই কৃত্রিম হৃদযন্ত্রটি ডিজাইন করেছে কারমেট নামে একটি ফরাসি বায়োমেডিক্যাল সংস্থা। এই হৃদযন্ত্রে লিথিয়াম-ইয়ন ব্যাটারি ব্যবহৃত হয়েছে।
Liver - রোগীর লিভারে নিজের নাম খোদাই করার অভিযোগে সাসপেন্ড হলেন অভিযুক্ত চিকিৎসক
অস্ত্রোপচারের সময় রোগীর লিভারে নিজের নাম খোদাই করার অভিযোগে সাসপেন্ড হলেন অভিযুক্ত চিকিৎসক। ঘটনার কথা কবুল করে লন্ডনের এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট পরিচালিত ইউনিভার্সিটি হসপিটালস অফ বার্মিংহাম জানিয়েছে, বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে ঘটনাটি ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও তারা আলাদাভাবে ঘটনাটির তদন্ত করছে। তদন্ত রিপোর্ট হাতে না আসা পর্যন্ত ওই চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে।
দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা খবরটি ছেপে জানিয়েছে, সাসপেন্ড হওয়া চিকিৎসক এখন গা ঢাকা দিয়েছেন। অভিজ্ঞ ওই মাঝ বয়সী চিকিৎসক অতি উৎসাহের বশেই অস্ত্রোপচারের পর সেলাই করার সময় রোগীর লিভারের ওপর নিজের নাম স্বাক্ষর করেন। প্রাথমিক তদন্তে অনুমান, কাঁচি বা ভোঁতা ছুরির সাহায্যেই তিনি ওই কুকর্মটি করেছেন। অপারেশনের পর রোগী অস্বস্তি ও ব্যথা অনুভব করায় কয়েকটি পরীক্ষার পর ব্যাপারটি ধরা পড়ে।
দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা খবরটি ছেপে জানিয়েছে, সাসপেন্ড হওয়া চিকিৎসক এখন গা ঢাকা দিয়েছেন। অভিজ্ঞ ওই মাঝ বয়সী চিকিৎসক অতি উৎসাহের বশেই অস্ত্রোপচারের পর সেলাই করার সময় রোগীর লিভারের ওপর নিজের নাম স্বাক্ষর করেন। প্রাথমিক তদন্তে অনুমান, কাঁচি বা ভোঁতা ছুরির সাহায্যেই তিনি ওই কুকর্মটি করেছেন। অপারেশনের পর রোগী অস্বস্তি ও ব্যথা অনুভব করায় কয়েকটি পরীক্ষার পর ব্যাপারটি ধরা পড়ে।
Kidney- গবেষণাগারে তৈরি কৃত্রিম কিডনি
গবেষণাগারে তৈরি হৃদপিণ্ডের সফল প্রতিস্থাপনে হই হই গোটা বিশ্বে৷
কিন্ত্ত সেই সাফল্যের আগে, অকেটা নিশ্চুপেই তৈরি হয়েছিল কৃত্রিম কিডনি৷ জৈব কিডনির সঙ্গে ব্যবহারিক এবং চারিত্রিক কোনো তফাৎ নেই এর৷ শুধু আয়তনে প্রকৃত কিডনির অতি ক্ষুদ্র সংস্করণ৷ অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের ইনস্টিটিউট ফর মলিকিউলার বায়োসায়ন্স গবেষকরা স্টেম সেলের সাহায্যে ল্যাবরেটরির পেট্রি ডিসের কৃত্রিম পরিবেশে এই ক্ষুদ্র কিডনি সৃষ্টি করতে সক্ষম হয়েছেন৷ গবেষকদের আশা ভবিষ্যতে কিডনি বিকল হওয়া রোগীদের নতুন জীবন দেবে যুগান্তকারী এই কৃত্রিম কিডনি৷ একই সঙ্গে কিডনির ওপর কোন ওষুধের প্রভাব কেমন, তাও বোঝা সম্ভব হবে কৃত্রিম এই কিডনি দিয়েই৷
কিন্ত্ত সেই সাফল্যের আগে, অকেটা নিশ্চুপেই তৈরি হয়েছিল কৃত্রিম কিডনি৷ জৈব কিডনির সঙ্গে ব্যবহারিক এবং চারিত্রিক কোনো তফাৎ নেই এর৷ শুধু আয়তনে প্রকৃত কিডনির অতি ক্ষুদ্র সংস্করণ৷ অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের ইনস্টিটিউট ফর মলিকিউলার বায়োসায়ন্স গবেষকরা স্টেম সেলের সাহায্যে ল্যাবরেটরির পেট্রি ডিসের কৃত্রিম পরিবেশে এই ক্ষুদ্র কিডনি সৃষ্টি করতে সক্ষম হয়েছেন৷ গবেষকদের আশা ভবিষ্যতে কিডনি বিকল হওয়া রোগীদের নতুন জীবন দেবে যুগান্তকারী এই কৃত্রিম কিডনি৷ একই সঙ্গে কিডনির ওপর কোন ওষুধের প্রভাব কেমন, তাও বোঝা সম্ভব হবে কৃত্রিম এই কিডনি দিয়েই৷